নয়াদিল্লি: বালিশের নীচে মোবাইল রেখে ঘুমিয়ে পড়েছিলেন। যখন ঘুম ভাঙল তখন বাঁ হাতের উপরের অংশ এবং কাঁধে জ্বালার অনুভূতি। ওই ব্যক্তির মোবাইল ফোনটির একাংশও পুড়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে কেরলের কোল্লাম জেলার ওচিরায়।
পেশায় অটো রিক্সাচালক চন্দ্র বাবু স্মার্ট ফোন নয়, ব্যবহার করেন সাধারণ ফোন। ঘটনার দিন বিমানবন্দরে যাত্রীকে ছাড়তে গিয়েছিলেন তিনি। তাঁর কথায়, তিরুঅনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীকে ছাড়তে গিয়েছিলাম। এতটাই ক্লান্ত ছিলাম যে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ি। হঠাৎ কাঁধে যন্ত্রণা শুরু হওয়ায় ঘুম ভেঙে যায়। বিছানার দিকে তাকাতেই দেখি, ফোনের একটা দিক পুড়ে গিয়েছে। ফোন থেকে আগুনের স্ফুলিঙ্গ বেরোচ্ছে্।
ঘটনার সময় ঘরে একাই ছিলেন চন্দ্রবাবু। ওই অবস্থায় চিকিৎসার জন্য নিকটবর্তী সরকারি হাসপাতালে যান তিনি। তবে কী করে ওই ঘটনা ঘটল তা কিছুতে্ই বুঝতে পারছেন না চন্দ্র বাবু। তিনি মনে করেছিলেন, ফোনের ব্যাটারি গরম হয়ে হয়তো গলে গিয়েছে, তার থেকেই হয়তো ফোনটা পুড়ে গিয়েছে। কোনও কারণে ঘর্ষণের ফলেও এমনটা হয়ে থাকতে পারে বলে অনুমান করছেন চন্দ্রবাবু। তবে ঘটনার পরে চন্দ্রবাবু বাকিদেরও সতর্ক করেছেন।
ঘুমোনোর সময় বালিশের নীচে ফোন রেখে অনেকেই ঘুমোন। চন্দ্র বাবুর আর্জি এমনটা যেন কেউ না করেন।