মোহালি (পঞ্জাব): দেশে কর্মসংস্থান ও কৃষকদের বকেয়া দাবিদাওয়ার ইস্যুতে মোদি সরকারকে ফের আক্রমণ করলেন রাহুল গাঁধী। কৃষকদের মোদি সরকার ‘বোঝা’ মনে করে বলে দাবি করেন তিনি। শুধু তাই নয়, দেশের সমস্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানও আক্রান্ত বলেও অভিযোগ করেন কংগ্রেস সভাপতি।
সোমবার একটি হিন্দি সংবাদপত্রের পুনঃপ্রকাশন অনুষ্ঠানে রাহুল বলেন, দিন দিন দেশে অসন্তোষ বাড়ছে কারণ কেন্দ্র যুবকদের চাকরি দিতে পারছে না। আর এটাই এখন মোদির সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ। কর্মসংস্থান, কৃষকদের দাবিদাওয়া পূরণ না হওয়াই প্রধান ইস্যু বলেও অভিমত করেন তিনি।
আরও বলেন, পঞ্জাবের মাটিতে দাঁড়িয়ে বলছি, ২১ বা ২২ শতক, যখনই হোক, কৃষকদের বাদ দিয়ে কখনই দেশের উন্নতি সম্ভব নয়। খাদ্য সুরক্ষা, চাষিদের ভবিষ্যত্ সুনিশ্চিত না করে দেশ এগতে পারে না, এটা ১০০ শতাংশ সত্য।
রাজ্যে রাজ্যে ও কেন্দ্রে যখন কংগ্রেস সরকার হবে, কর্মসংস্থান ও কৃষকদের জন্য আমাদের নতুন ভাবে কাজ করতে হবে, ২১ শতকের কৌশল, প্রেক্ষাপট বিচার করে। আমরা সহজেই এটা করতে পারি কারণ ভারতের জনতার কথা আমরা শুনি।
রাহুল আরও বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য কংগ্রেস লড়ছে, আমরা অবশ্যই জয়ী হব। বিজেপিকে হারিয়ে ওদের জায়গাটা দেখিয়ে দেব। তবে আমাদের এগিয়ে যেতে হবে।
কৃষকদের মোদি সরকার ‘বোঝা’ মনে করে, তোপ রাহুলের
Web Desk, ABP Ananda
Updated at:
10 Dec 2018 04:38 PM (IST)
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -