নয়াদিল্লি: সংসদে বিজেপি সাংসদদের মধ্যে অনুপস্থিতির ব্যাপারে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষুব্ধ বলে জানালেন রাজনাথ সিংহ। মঙ্গলবার বিজেপি সংসদীয় দলের বৈঠকে বিষয়টি ওঠে। সেখানে অনেক সময়ই দলীয় এমপিদের হাজিরা যথেষ্ট না হওয়ার ব্যাপারে অসন্তোষ জানান মোদী। সূত্রের খবর, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মতোই সমান গুরুত্বপূর্ণ বলে জানিয়ে নাগরিকত্ব (সংশোধনী) বিল সংসদে পেশের সময় দলীয় সাংসদদের সবাইকে সভায় হাজির থাকার নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।
নাগরিকত্ব সংশোধনী বিল সম্পর্কে বিরোধী শিবিরের সমালোচনা খারিজ করেন রাজনাথ। পাল্টা দাবি করেন, বিজেপি সবসময়ই দেশ ও তার নাগরিকদের ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেছে। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে নির্যাতনের ফলে পালিয়ে আসা অ-মুসলিম শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব প্রদানই বিলের উদ্দেশ্য।
আগামী দিনে গুরুত্বপূর্ণ বিলগুলি পেশ হতে চলেছে বলে সওয়াল করে সংসদে বিজেপি এমপিদের উপস্থিতি সুনিশ্চিত করার নির্দেশ দিয়ে রাজনাথ বলেন, প্রধানমন্ত্রী বারবার দলীয় এমপিদের গরহাজিরার ব্যাপারে অসন্তোষ জানানোর পরও হেলদোল নেই তাঁদের মধ্যে।
কেন্দ্রীয় মহিলা ও শিশুকল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি বৈঠকে নিজের ভাষণে গর্ভবতী মহিলা ও শিশুদের অপুষ্টি মোকাবিলায় তাঁর মন্ত্রকের উদ্যোগের ওপর আলোকপাত করে বলেন, এব্যাপারে এক মাসে তারা সাড়ে তিন লক্ষ অনুষ্ঠান করেছে, যা একটি রেকর্ড।
এদিন বিজেপি সংসদীয় দলের বৈঠকে কংগ্রেস যেভাবে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে সুর চড়াচ্ছে, তার পাল্টা প্রচারে নামতে দলীয় সাংসদদের নির্দেশ দেন রাজনাথ। তবে প্রধানমন্ত্রী সহ শীর্ষ নেতাদের সম্পর্কে বিরোধীদের আগ্রাসী সমালোচনা, কটাক্ষের জবাব সংসদীয় শিষ্টাচারের সীমার মধ্যে থেকেই দিতে বলেছেন তিনি। বৈঠকে অমিত শাহও ছিলেন। রাজনাথ সাংসদদের বলেন, বিরোধীরা প্রধানমন্ত্রী,স্বরাষ্ট্রমন্ত্রীকে যখন অনুপ্রবেশকারী, অর্থমন্ত্রীকে নির্বলা বলে কটাক্ষ করছেন, তখন দলের সাংসদদেরও তার জবাব দিতে তৈরি থাকতে হবে। সূত্রের খবর, বিরোধীদের ‘মিথ্যা’র মোকাবিলায় তাঁদের সাবধান থাকতে বলেন রাজনাথ, সভার মর্যাদা রক্ষা করেই জবাব দিতে বলেন। রাজনাথ বলেন, সংসদীয় ভাষা প্রয়োগ করতে ভুলবেন না। ওদের নেতাদের প্রতি অসংসদীয় ভাষায় কথা বলা চলবে না।