নয়াদিল্লি: ইসলামিক স্টেট বা ISIS-এর কিছু সদস্যের সঙ্গে সুনির্দিষ্ট যোগ ছিল সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত অভিযোগে ধৃত এনআইএ-র  (NIA Most Wanted) 'মোস্ট ওয়ান্টেড' মহম্মদ শাহনাওয়াজের, দাবি করল দিল্লি পুলিশ (Delhi Police Arrest)। দিল্লি পুলিশের স্পেশ্যাল কমিশনার এইচজিএস ধালিওয়ালের বক্তব্য, সন্ত্রাসবাদী সংগঠন ISIS-এর কয়েকজন সদস্য শাহনাওয়াজকে মদত দিত, নানা ভাবে সাহায্যও করত। সংবাদসংস্থা এএনআই দিল্লি পুলিশের ওই কর্তাকে উদ্ধৃত করে আরও জানিয়েছে, শাহনাওয়াজের সঙ্গে সোমবারই আরও দু'জনকে গ্রেফতার করা হয়। তাদের নাম, মহম্মদ রিজওয়ান আশরাফ এবং আরশাদ ওয়ারসি। প্রায় সারা দেশেই এদের গতিবিধির প্রমাণ মিলেছে, সংযোজন দিল্লি পুলিশের।


কী জানা গেল?
ধৃত তিন জনই ইঞ্জিনিয়ার। পশ্চিম ও দক্ষিণ ভারতের নানা জায়গায় 'রেকি' করেছিল তারা, জানতে পেরেছে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল। সোমবার সকালের দিকে একটি সাংবাদিক বৈঠকে দিল্লি পুলিশের স্পেশ্যাল কমিশনার এইচজিএস ধালিওয়াল বলেন, 'ইন্ডিয়ান মুজাহিদিন এবং আইএসআইএসের মাথাদের উপর দীর্ঘ দিন ধরে নজর রাখছিল স্পেশ্যাল সেল...এই ধরনের একাধিক মডিউল এর মধ্যেই ফাঁস করা হয়েছে।' সেই উদ্যোগের ধারা ধরে রাখতেই গত মাসে স্পেশ্য়াল সেলের তরফে জানানো হয়, কেউ বা কারা ধৃত তিন জনের হদিস দিতে পারলে পুরস্কৃত করা হবে। এইচজিএস ধালিওয়ালের কথায়, 'এদের বিরুদ্ধে বিভিন্ন বিস্ফোরণে যোগের অভিযোগ ছিল।' সেই তিনজনেরই অন্যতম মহম্মদ শাহনাওয়াজ। সোমবার সকালে ২ সাগরেদ-সহ ধরা পড়ে সে। তবে আর এক জন সন্দেহভাজন জঙ্গি, মহম্মদ রিজওয়ান এখনও ফেরার। ধৃত ৩ জনকে ৭ দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়।


আর যা...
দিল্লি পুলিশের দাবি, বিভিন্ন ডেরায় অভিযান চালিয়ে বিস্ফোরক, পিস্তল, কার্তুজ-সহ বোমা বানানোর একাধিক নথি উদ্ধার করা গিয়েছে। তবে এদিনের অভিযানে শাহনাওয়াজের গ্রেফতারির কথা বার বার আলোচনায় আসছে। পুনে আইএসআইস মামলায় জড়িত অভিযোগে ধৃত শাহনাওয়াজ পুনের পুলিশের হেফাজত থেকে পালিয়েছিল বলে খবর। তাকে ধরতে পারলে ৩ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, এমন জানায় এনআইএ। সেই শাহনাওয়াজের গ্রেফতারি অন্যতম সাফল্য বটেই, মনে করছে দিল্লি পুলিশ। প্রাথমিক ভাবে উঠে এসেছে, উত্তর ভারতে কোনও নাশকতার ছক কষছিল ওই ৩ জন। সে জন্য বিদেশি হ্যান্ডলারদের থেকে নানা ধরনের নির্দেশও নিত তারা। 


আরও পড়ুন:'অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে কেন হাত কাঁপছে মমতার ?' প্রশ্ন অনুরাগের