নয়া দিল্লি: লকডাউন-অতিমারীতে যে বিষয়টিতে আমরা সকলে অভ্যস্ত হয়েছি তা হল মাস্ক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে কেন্দ্রীয় সরকার সকলেই মাস্ক পরার ওপর গুরুত্ব  দিয়েছে। এরই মধ্যে করোনার তৃতীয় ঢেউয়ের সতর্কতাও জারি হয়েছে দেশে। তবে করোনা ভয় কেবল মানুষের মধ্যে নয়, বাঁদরের মধ্যেও রয়েছে। 


সম্প্রতি সোশাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে একটি বাঁদর কালো মাস্ক কোথা থেকে জোগাড় করে তা পরার চেষ্টা করছে। এই ভিডিও দেখে হেসে খুন নেটপাড়া। তবে এই বিষয়ে নেট মহলের মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে। 


২২ সেকেন্ডের ক্লিপে দেখা যাচ্ছে, রাস্তা থেকেই একটি কালো রঙা মাস্ক কুড়িয়ে পায় বাঁদরটি। এরপর প্রথমে চেষ্টা করে তা মুখে পরার। কিন্তু তা যে কানে বাঁধতে হয় তা জানত না সে। তাই মুখেই কায়দা করে বেঁধে হাটতে থাকে সে।                


এই ভিডিওটি শেয়ার করেছেন আইএফএস অফিসার সুশান্ত নন্দা। তিনি লিখেছেন যে 'সকলেরই উচিত মাস্ক পরা'। এই ভিডিও কবেকার বা কোথাকার সে সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। যদিও ইতিমধ্যেই নেটমহলের নজর কেড়েছে এই ভিডিও। মুহুর্তে ভাইরালও হয়েছে। আমেরিকার বাস্কেটবল প্লেয়ার রেক্স চ্যাপম্যানও ভিডিওটি শেয়ার করেছে। 



ভিডিওটি প্রায় ১৯ লক্ষ ভিউয়ার্স ছাড়িয়েছে। অনেক নেটিজেন বাঁদরটিকে 'লেজেন্ড' আখ্যাও দিয়েছে। তবে অনেকেই আবার এই বিষয়ে চিন্তা প্রকাশ করেছেন। করোনা আবহে যত্রতত্র যেভাবে মাস্ক ফেলে রাখা হচ্ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। ব্যবহার করা মাস্ক প্রাণীরা পরলে তা থেকে করোনা তাঁদের দেহেও সংক্রমিত হতে পারে বলে জানিয়েছেন নেটিজেনদের একাংশ।


অনেকেই বলেছেন এই ভিডিও থেকে শিক্ষা নেওয়া উচিত সকলের। অতিমারিতে যেখানে অনেকেই মাস্ক পরছেন না সেখানে পশুর এই মাস্ক পরিধান অন্য বার্তা দিয়েছে এমনটাই বলা হয়েছে।