আজ পুর-রায়: সিবিআইয়ের (CB) হাতেই কি থাকবে পুরসভায় নিয়োগে দুর্নীতি (Municipality Recruitment Corruption) মামলা? সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে রাজ্য সরকারের মামলায় আজ রায় দেবে ডিভিশন বেঞ্চ। 


আজ শেষ মনোনয়ন: অশান্তির আবহেই আজ পঞ্চায়েত ভোটের মনোনয়নের শেষ দিন। নির্দেশের পরেও চাওয়া হয়নি কেন্দ্রীয় বাহিনী (Central Force)। রায়ের ব্যাখ্যা চেয়ে ফের হাইকোর্টে কমিশন।


জেলায় জেলায় অশান্তি: কোথাও প্রার্থীর প্রস্তাবককে রাস্তায় ফেলে মার, কোথাও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিরোধী প্রার্থী-কর্মীদের। মনোনয়নের পঞ্চম দিনেও জেলায় জেলায় অশান্তির ছবি। তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর। 


পুলিশের উর্দিতে সিভিক! ভাঙড়ে বিডিও অফিসের সামনেই পুলিশের উর্দিতে সিভিক ভলান্টিয়ার। প্রশ্নের মুখে আজব সাফাই। 


সিভিক-সংঘাত: পঞ্চায়েত ভোটের জন্য জেলায় জেলায় সিভিকের জন্য তৈরি হচ্ছে পুলিশের উর্দি! বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর। 


কমিশনে বাসভর্তি প্রার্থী! মনোনয়নে বাধার অভিযোগ। বসিরহাট থেকে প্রার্থীদের এনে কমিশনের সামনে বিজেপির বিক্ষোভ। বাধা পেলে কীভাবে এত মনোনয়ন? পাল্টা প্রশ্ন অভিষেকের।


'সবাই কমিশনে আসুন': দিকে দিকে মনোনয়নে বাধা, কমিশনে শুভেনদু। ব্যারিকেড খুলে বিজেপি প্রার্থীদের ভিতরে ঢোকানোর চেষ্টা।


সপ্তমে সন্ত্রাস! ২দিন পার, ভাঙড় আছে ভাঙড়েই! দিনভর বোমা-লাঠির দাপাদাপি। মার খেল পুলিশও। 


হঠাৎ নবান্নে নৌশাদ: অশান্ত ভাঙড়। নালিশ জানাতে নবান্নে গিয়েও মুখ্যমন্ত্রীর দেখা পেলেন না নৌশাদ।


কুরুক্ষেত্র ক্যানিং: রণক্ষেত্র ক্যানিং। সংঘর্ষ-বোমাবাজি-চলল গুলিও। শাসকের গোষ্ঠীসংঘর্ষে তৃণমূল কর্মীই গুলিবিদ্ধ। ভাঙড় থেকে ক্য়ানিং। মিনাখাঁ থেকে ন্য়াজাট। বীরভূম থেকে বাঁকুড়া। বুধবার মনোনয়নের পঞ্চম দিনেও, সপ্তমে অশান্তি। কোথাও পড়ল বোমা, কোথাও চলল গুলি। ফের মনোনয়ন দিতে গিয়ে বাধার মুখে পড়লেন বিরোধীরা। অন্য়দিকে, মনোনয়ন দিতে না পারা প্রার্থীদের বাসে করে নিয়ে এসে, রাজ্য় নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ দেখাল বিজেপি।


টিকিট অসন্তোষে প্রার্থী বদলনন্দী: গ্রামে টিকিট নিয়ে তৃণমূলের অন্দরেই অসন্তোষ-বিক্ষোভ। চাপের মুখে সুফিয়ানের প্রার্থী পদ প্রত্যাহার। জেলা পরিষদে প্রার্থী করা হল সামশুল ইসলামকে।


আজ কমিশনে বামেরা: পঞ্চায়েতে মনোনয়ন ঘিরে দিকে দিকে অশান্তি। প্রতিবাদে বামেরা। নিষ্ক্রিয়তার অভিযোগে আজ রাজ্য নির্বাচন কমিশনে বাম প্রতিনিধি দল। 


সিবিআইকে তদন্ত শেষ করার নির্দেশ: ৬ বছর পরেও শেষ হয়নি নারদকাণ্ডের তদন্ত। এবার নারদকাণ্ডে অপরূপা পোদ্দারের বিরুদ্ধে ৪ মাসের মধ্যে সিবিআইকে তদন্ত শেষ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। দু মাস আগেই নারদ মামলার FIR থেকে নিজের নাম বাদ দেওয়ার আর্জি জানিয়ে আদালতে আবেদন করেছিলেন আরামবাগের তৃণমূল সাংসদ।