মোম্বাসা: ঘরে খাবার নেই। রয়েছে ৮ সন্তান। কী করবেন নিরুপায় মা? ছেলেমেয়েদের চোখে ধুলো দিতে বাসনে পাথর নিয়ে তাই সেদ্ধ করতে বসিয়ে দিলেন তিনি। যদি তারা খাবার হচ্ছে আশ্বাসে অপেক্ষা করতে করতে একটু ঘুমিয়ে পড়ে।
কেনিয়ার মোম্বাসায় এই ঘটনা ঘটেছে। মহিলার নাম পেনিনা বাহাতি কিটসাও। পেনিনা লেখাপড়া শেখেননি, প্রতিবেশীদের বাড়ি কাপড় কেচে সংসার চলে তাঁর। স্বামী গত বছর ডাকাতের হাতে খুন হয়েছেন। দুই ঘরের একটি বাড়িতে পেনিনা থাকেন ছেলেমেয়ে নিয়ে, জল, বিদ্যুৎ নেই। করোনার জেরে লোকজন সোশ্যাল ডিসট্যান্সিং পালন করায় কর্মহীন হয়ে পড়েছেন তিনি। তাঁর অন্য ছেলেমেয়েরা একটু বড়, ঘরে খাবার নেই বলায় তারা বুঝেছিল। কিন্তু সব থেকে ছোট মেয়ে একেবারেই শিশু, খিদেয় কাঁদছিল সে। তাকে শান্ত করতেই পাথর সেদ্ধ করতে বসিয়েছিলেন তিনি।
কিন্তু সৌভাগ্যক্রমে গোটা ঘটনা দেখে ফেলেন পেনিনার প্রতিবেশিনী প্রিস্কা মোমানভি। তিনি এ ব্যাপারে সংবাদ মাধ্যমকে জানান, খুলে দেন পেনিনার নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তারপর থেকেই তাঁর অ্যাকাউন্টে গোটা কেনিয়া থেকে অর্থ সাহায্য আসছে। পেনিনা এই সাহায্য অলৌকিক বলে জানিয়েছেন, বলেছেন, কেনিয়ার লোকেরা এত ভালবাসতে পারে আমি কখনও ভাবিনি। গোটা দেশ থেকে ফোন আসছে, সকলে জানতে চাইছেন, আমার জন্য কী করতে পারেন।
করোনা লকডাউনে আতান্তরে পড়া মানুষকে খাবার জোগানোর জন্য একটি প্রকল্প চালু করেছে কেনিয়া সরকার। কিন্তু বহু লোকের কাছে এখনও সাহায্য পৌঁছয়নি।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
ঘরে একফোঁটা খাবার নেই, ছেলেমেয়েদের চোখে ধুলো দিতে কেনিয়ায় শস্য সেদ্ধ করার ছলে পাথর ফোটালেন মা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 May 2020 04:23 PM (IST)
করোনা লকডাউনে আতান্তরে পড়া মানুষকে খাবার জোগানোর জন্য একটি প্রকল্প চালু করেছে কেনিয়া সরকার। কিন্তু বহু লোকের কাছে এখনও সাহায্য পৌঁছয়নি।
ফাইল ছবি
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -