কানাঘুষো চলছে, ইমারতির করোনা হয়েছে। শুনেই রেগে আগুন মন্ত্রী সাংবাদিকদের বলেন, আমি গোবর আর কাদা মাটিতে জন্মেছি। করোনা আমায় ছুঁতে পারবে না। চিবুক থেকে ঝুলছিল তাঁর মাস্ক, তা দেখিয়ে মন্ত্রী বলেন, এটাও আমার পরার ইচ্ছে ছিল না, বাধ্য হয়ে পরতে হয়েছে।
এ মাসের ৩ তারিখ বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বাসভবনে যান ইমারতি দেবী। সম্ভবত সেখানেই তিনি এই মন্তব্য করেন। তাঁর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
অবশ্য করোনা নিয়ে এই প্রথম কোনও মন্ত্রী এমন আলটপকা মন্তব্য করলেন এমনটা নয়। কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল দিনকয়েক আগে কোনও এক ভাবিজি পাঁপড়ের বিজ্ঞাপন দিয়ে বলেন, এই পাঁপড় খেলে শরীরে করোনার অ্যান্টিবডি তৈরি হবে। এর কয়েক সপ্তাহ পরেই তাঁর করোনা ধরা পড়ে।