বিজয়নের মাথার দাম ঘোষণা: কুন্দন চন্দ্রাবতের বিরুদ্ধে মামলা মধ্যপ্রদেশ পুলিশের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Mar 2017 08:59 PM (IST)
উজ্জ্বয়িনী (মধ্যপ্রদেশ): পিনারাই বিজয়নের ১ কোটি টাকা মাথার দাম ঘোষণা করা আরএসএস নেতা কুন্দন চন্দ্রাবতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৫ (১) (বি) ধারায় মামলা দায়ের করল পুলিশ। উজ্জ্বয়িনীর জেলা পুলিশ সুপার মনোহর ভার্মা বলেছেন, চন্দ্রাবতের বিবৃতি খতিয়ে দেখে গতকাল রাতে তাঁকে অভিযুক্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে শান্তিভঙ্গ হওয়া, সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর আশঙ্কায় মামলা নথিবদ্ধ হয়েছে। আরএসএস কর্মীদের হত্যার জন্য কেরলের মুখ্যমন্ত্রীর মাথা কেটে নেওয়ার ডাক দেওয়ায় গতকালই চন্দ্রাবতকে সংগঠনের সব পদ থেকে সরিয়ে দিয়েছে আরএসএস। উজ্জ্বয়িনী মহানগর সহ প্রচার প্রমুখের পদ থেকেও সরানো হয়েছে তাঁকে। চন্দ্রাবত নিজেও গতকাল বিজয়ন সম্পর্কে আপত্তিকর মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে তা প্রত্যাহার করে নিয়েছেন।