নয়াদিল্লি: ভারতের প্রথম মেয়ে কুস্তিগীর হিসাবে গত বছর রিও থেকে অলিম্পিক মেডেল নিয়ে আসার পর সাক্ষী মালিককে নগদ পুরস্কার, উত্সাহবর্ধক আর্থিক সহায়তা মিলিয়ে অন্তত সাড়ে তিন কোটি টাকা দেবে বলে ঘোষণা করেছিল হরিয়ানা সরকার। কিন্তু সেই ঐতিহাসিক কীর্তি স্থাপনের পর দেওয়া প্রতিশ্রুতির একটিও আজও পূরণ হয়নি বলে দাবি সাক্ষীর।

 


মনোহরলাল খাট্টার সরকার রিও অলিম্পিকের আগে ঘোষণা করেছিল, সোনাজয়ীদের ৬ কোটি টাকা, রূপো ও ব্রোঞ্জ পদকজয়ী খেলোয়াড়দের যথাক্রমে ৪ ও আড়াই কোটি টাকা দেওয়া হবে। রোহতকের ২৪ বছরের মেয়ে সাক্ষী রিওতে ৫৮ কেজির ফ্রিস্টাইল কুস্তিতে ব্রোঞ্জ জিতে গর্বিত করেন ভারতকে।

কিন্তু এবার ট্যুইটারে তিনি ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, মেডেল জয়ের প্রতিশ্রুতি পূরণ করেছি। হরিয়ানা সরকার তাদের প্রতিশ্রুতি কবে কার্যকর করবে?

ট্যুইটার হ্যান্ডলে তিনি আরও বলেছেন, তবে কি স্রেফ মিডিয়ায় প্রচারের জন্য অলিম্পিক মেডেল পাওয়ার পর হরিয়ানা সরকার প্রতিশ্রুতি দিয়েছিল?