নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জয়, একদিনের র্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Web Desk, ABP Ananda | 04 Mar 2017 06:46 PM (IST)
অকল্যান্ড: পঞ্চম তথা শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ জয়ের পাশাপাশি একদিনের ক্রিকেটে র্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা। এদিন প্রথমে ব্যাট করে ৪১.১ ওভারে মাত্র ১৪৯ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। কাগিসো রাবাদা মাত্র ২৫ রান দিয়ে ৩ উইকেট এবং ইমরান তাহির মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ৩২.২ ওভারেই ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। ফাফ দু প্লেসি ৫১ এবং ডেভিড মিলার ৪৫ রানে অপরাজিত থাকেন। ঘরের মাঠে সিরিজ জয়ের জন্য এই ম্যাচেও মার্টিন গাপটিলের উপর ভরসা করেছিল নিউজিল্যান্ড। কিন্তু গত ম্যাচে ১৮০ রান করার পর এদিন ১৭ বলে মাত্র ৪ রান করেই ফিরে যান গাপটিল। কলিন ডে গ্র্যান্ডহোম (৩২) এবং মিচেল স্যান্টনারের (২৪) পার্টনারশিপে ৪৫ রান যোগ হয়। এছাড়া আর পার্টনারশিপ গড়ে ওঠেনি। ফলে সহজ জয় পায় দক্ষিণ আফ্রিকা।