স্বাধীনতা দিবসে মাদ্রাসাগুলিকে 'ভালবাসার বার্তা’ দিতে শোভাযাত্রা করতে বলল মধ্যপ্রদেশ মাদ্রাসা বোর্ড
Web Desk, ABP Ananda | 14 Aug 2018 12:18 PM (IST)
ভোপাল: মধ্যপ্রদেশ মাদ্রাসা বোর্ড তাদের অনুমোদনে চলা রাজ্যের ২৭০০ মাদ্রাসাকে আসন্ন স্বাধীনতা দিবসে 'ভালবাসার বার্তা’ দিতে শোভাযাত্রা বের করতে বলল। বোর্ডের চেয়ারম্যান সঈদ ইমাদ উদ্দীন বলেছেন, ৫১টি জেলার ৫০টিতে ‘পয়গাম ই মোহব্বত’ মিছিল করতে বলা হয়েছে মাদ্রাসাগুলিকে। বিভিন্ন ধর্মের পারস্পরিক বন্ধন জোরদার করতেই এমন উদ্যোগ বলে জানিয়েছেন তিনি। সঈদ ইমাদ উদ্দীন এই মর্মে নির্দেশ দিয়েছেন যে, ১৫ আগস্ট যেন মাদ্রাসাগুলিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং বিভিন্ন সংগঠন আয়োজিত 'ভালবাসার বার্তা’ দেওয়া শোভাযাত্রাগুলি এক জায়গায় এসে মিলিত হয়। এমন শোভাযাত্রার ভাবনা না থাকলেও মাদ্রাসাগুলি যেন নিজ নিজ উদ্যোগে নিজেদের এলাকায় ‘পয়গাম ই মোহব্বত’ মিছিল করতে হবে। ভোপালে এ ধরনের শোভাযাত্রার নাম হবে ‘পয়গাম ই আমন’ (শান্তির বাণী) কেননা আরেকটি সংগঠন ইতিমধ্যে‘পয়গাম ই মোহব্বত’ নাম দিয়ে ফেলেছে তাদের শোভাযাত্রার। সঈদ ইমাদ উদ্দীন জানান, মাদ্রাসাগুলিকে স্বাধীনতা দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে ও তার ভিডিও পাঠাতে বলা হয়েছে। সেই ভিডিও মধ্যপ্রদেশ মাদ্রাসা বোর্ড তাদের ওয়েবসাইটে তুলে দেবে। গত তিন বছর ধরেই বোর্ড অনুমোদিত মাদ্রাসাগুলি এমন অনুষ্ঠান করছে বলে জানান তিনি।