যেমন, কঠোর বিধিনিষেধ মানতে হবে উদ্য়োক্তাদের। ৫ জনের বেশি তাজিয়া নিয়ে বেরতে পারবেন না। শুধুমাত্র ৩০ আগস্ট বিকেল সাড়ে চারটে থেকে সাড়ে ৫টার মধ্যে পূর্বনির্ধারিত রুটে শোভাযাত্রা বের করা যাবে, তাও সবাই হেঁটে যেতে পারবেন না। ৫জন ট্রাকে চেপে যাবেন, রুটের শেষ ১০০ মিটার ‘প্রতীকী’ তাজিয়ার সঙ্গে হেঁটে যেতে পারবেন ৫জন। শোভাযাত্রা বের করার আগে সেই ৫ জনকে বাড়ির ঠিকানা দিতে হবে মুম্বই পুলিশকে। রাজ্য় সরকারকেও এ ব্য়াপারে যাবতীয় বিধিনিষেধ কার্যকর করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। প্রয়োজনে জনতাকে নিয়ন্ত্রণে রাখতে, শোভাযাত্রা সামলাতে ফৌজদারি দণ্ডবিধির ১৪৪ ধারা প্রয়োগ করতে হবে। প্রসঙ্গত, চলতি মাসে কোভিড-১৯ অতিমারী পরিস্থিতি মহারাষ্ট্র সরকার দুটি প্রস্তাব গ্রহণ করে মহরমে শোভাযাত্রা নিষিদ্ধ করে, ঘরে থেকেই ধর্মীয় উত্সব পালন করতে আবেদন করে সকলকে। তারপরই শিয়া মুসলিম সংগঠনটি বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়ে সওয়াল করে, রাজ্য সরকার যদি স্বাস্থ্য় সুরক্ষা বিধি মেনে গনেশ পুজোর বিসর্জনে শোভাযাত্রার অনুমতি দিতে পারে, তবে মহরমের মিছিল বের করায় বাধা কীসের? ৫ জনের বেশি নয়, যাবতীয় বিধিনিষেধ মেনে শুধু মুম্বইয়ে মহরমের তাজিয়া বের করার অনুমতি বম্বে হাইকোর্টের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Aug 2020 09:08 PM (IST)
চলতি মাসে কোভিড-১৯ অতিমারী পরিস্থিতি মহারাষ্ট্র সরকার দুটি প্রস্তাব গ্রহণ করে মহরমে শোভাযাত্রা নিষিদ্ধ করে, ঘরে থেকেই ধর্মীয় উত্সব পালন করতে আবেদন করে সকলকে। তারপরই শিয়া মুসলিম সংগঠনটি বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়।
মুম্বই: মহারাষ্ট্রের বাকি কোথাও চলবে না, তবে শুধু মুম্বইয়ে বের করা যাবে মহরমের তাজিয়া শোভাযাত্রা। এমনই জানাল বম্বে হাইকোর্ট। কোভিড-১৯ অতিমারীর মধ্যেই প্রতীকী মহরমের মিছিল করার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছিল শিয়া মুসলিমদের একটি সংগঠন। সে ব্যাপারেই শুধুমাত্র মুম্বইয়ে তাজিয়া নিয়ে মিছিলের অনুমতি দিয়ে হাইকোর্ট কয়েকটি শর্ত দিয়েছে।