লখনউ: তলপেটে যন্ত্রণা বোধ করায় রবিবার রাতে ফের হাসপাতালে ভর্তি করা হয় মুলায়ম সিংহ যাদবকে। এই নিয়ে গত ৫ দিনে দ্বিতীয়বার। বুধবার তাঁকে প্রথম হাসপাতালে নিতে হয়। শোনা যায়, তিনি ক্রনিক কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, কোলোনোস্কপিও করা হয় তাঁর। কয়েকদিন চিকিত্সাধীন থাকার পর শনিবার ছাড়া পান ৮০ বছর বয়সি উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও সমাজবাদী পার্টির (সপা) প্রতিষ্ঠাতা।
রবিবার রাতে ফের ভর্তির পর লখনউয়ের মেডান্টা হাসপাতালের ডিরেক্টর ডঃ রাকেশ কপূর জানান, চিকিত্সকদের একটি টিম তাঁকে দেখছেন। তিনি আগে জানিয়েছিলেন, ওনার অন্ত্রে স্ফীতি হয়েছে, তবে তিনি স্থিতিশীল, শীঘ্রই সেরে উঠবেন। গ্য়াস্ট্রো-সার্জনরা তাঁর শরীরের ওপর নজর রাখছেন।
প্রগতিশীল সমাজবাদী পার্টি (লোহিয়া) নেতা শিবপাল সিংহ মুলায়মের শরীর ঠিক আছে বলে জানিয়ে তাঁর দীর্ঘায়ু কামনায়া প্রার্থনার আবেদন করেন সকলকে।