নয়াদিল্লি: ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ক্যাপ্টেন কুল হিসেবে পরিচিত ছিলেন। বরফ শীতল মস্তিষ্কের জন্যই তাঁকে অনুরাগীদের কাছে তাঁর এই পরিচিতি গড়ে উঠেছিল। অধিনায়ক ও খেলোয়াড় তিনি হিসেবে সংযত ও সংযমী। কোনও কারনে অসন্তুষ্ট হলে সহ খেলোয়াড়দের হাত-পা ছুঁড়ে চেঁচিয়ে কিছু বলতে শোনা যায়নি তাঁকে। তা বলে পরিকল্পনার বাইরে গিয়ে কিছু ভুল করলে কোনও খেলোয়াড়কে কি কিছু তিনি বলতেন না? এর উত্তর জানালেন ভারতীয় দলের পেস বোলিং বিভাগের অন্যতম স্তম্ভ মহম্মদ শামি। ধোনি প্রকাশ্যে কিছু না বলে আড়ালে সতীর্থকে নিজের বিরক্তির কথা বুঝিয়ে দিতেন। এমনই একটি ঘটনার কথা জানিয়েছেন শামি। ২০১৪-র নিউজিল্যান্ড সফরে অপ্রয়োজনে বাউন্সার দেওয়ায় তাঁকে বেশ কড়া কথা শুনিয়ে দিয়েছিলেন তত্কালীন অধিনায়ক ধোনি।
ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের ওই ঘটনার কথা বাংলা দলের সহ খেলোয়াড় মনোজ তিওয়ারির সঙ্গে ইনস্টাগ্রাম সেশনে জানিয়েছেন শামি। মাঠে ধোনি কখনও তাঁকে বকাঝকা করেছিলেন কিনা, তা শামির কাছ থেকে জানতে চেয়েছিলেন মনোজ।এর উত্তরে ওই ঘটনার কথা বলেন শামি। ওয়েলিংটনের ওই টেস্টে নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাকুলাম তাঁর কেরিয়ারের সর্বোচ্চ ৩০২ রান করেছিলেন।
ম্যাকুলামে রান যখন ১৪, তখন শামির বলে তাঁর ক্যাচ ফস্কেছিলেন বিরাট কোহলি। এর বড়সড় মাশুল চোকাতে হয়েছিল ভারতীয় দলকে। উইকেটরক্ষক-ব্যাটসম্যান ওই দিন তো বটেই পরের দিন পর্যন্ত বাইশ গজে দাপট দেখিয়েছিলেন। হারের মুখ থেকে দলকে টেনে তুলে ওই টেস্ট ড্র করতে সাহায্য করেছিল ম্যাকুলামের ওই ইনিংস।
শামি বলেছেন, ম্যাকুলামের ক্যাচ পড়ার মনে হয়েছিল, ঠিক আছে, খুব তাড়াতাড়িই ওকে ফেরত পাঠাব। কিন্তু ও পরের দিন লাঞ্চ পর্যন্ত ব্যাট করে। সেদিন ও চা-পর্যন্ত ব্যাট করে। আমি বিরাটকে বললাম, কেন ক্যাচ ফেলেছিল বল তো।
ম্যাকুলামের ক্যাচ পড়ায় এমনিতে হতাশ ছিলেন শামি। এর ওফর আমার চতুর্থ দিন লাঞ্চের আগে অন্য এক ব্যাটসম্যানের ক্যাচ ফস্কায়। ক্ষুব্ধ শামি এরপর একটা বাউন্সার করেন, যা উইকেটরক্ষক ধোনির মাথার ওপর দিয়ে সীমানার বাইরে চলে যায়।
লাঞ্চের জন্য যখন সবাই ড্রেসিংরুমে ফিরছিলেন, তখন মাহি শামির কাছে আসেন। শামি জানিয়েছেন, মাহি ভাই আমার কাছে এসে বলল, আমি জানি ক্যাচ পড়েছে। কিন্তু তোমার শেষ বলটা ঠিকঠাক করা উচিত ছিল। আমি বললাম, বলটা হাতছুট হয়ে যায়। এরপর বেশ কড়া গলায় মাহি ভাই আমাকে বলে, দেখ ভাই, অনেক লোক আমার সামনে এসেছে। অনেক লোক এসে খেলে গিয়েছে। একদম মিথ্যে বলো না। আমি তোমার সিনিয়র, অধিনায়কও। এভাবে অন্য কাউকে বোকা বানাতে পারো, আমাকে নয়।
'অন্য কাউকে বোকা বানাতে পারো, আমাকে নয়', যখন শামিকে কড়া সুরে বলেছিলেন ধোনি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 May 2020 04:53 PM (IST)
ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ক্যাপ্টেন কুল হিসেবে পরিচিত ছিলেন। বরফ শীতল মস্তিষ্কের জন্যই তাঁকে অনুরাগীদের কাছে তাঁর এই পরিচিতি গড়ে উঠেছিল। অধিনায়ক ও খেলোয়াড় তিনি হিসেবে সংযত ও সংযমী। কোনও কারনে অসন্তুষ্ট হলে সহ খেলোয়াড়দের হাত-পা ছুঁড়ে চেঁচিয়ে কিছু বলতে শোনা যায়নি তাঁকে। তা বলে পরিকল্পনার বাইরে গিয়ে কিছু ভুল করলে কোনও খেলোয়াড়কে কি কিছু তিনি বলতেন না?
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -