মুম্বই: এত বছর পেরিয়েও ২৬/১১ এর সেই দিনগুলি এখনও টাটকা মুম্বইবাসীর মনে। এরই মধ্যেই ফের মুম্বইয়ে বড়সড় জঙ্গি হামলার সতর্কতা জারি করল কেন্দ্রীয় এজেন্সিগুলি। আর এর পরই বাণিজ্যনগরী জুড়ে পুলিশি নিরাপত্তা আরও কঠোর করা হল। 


মুম্বই পুলিশসূত্রে জানান হয়েছে, শহরের ধর্মীয় স্থান, একাধিক জনসমাবেশ এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।    


পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর এসেছে মুম্বইয়ে ফের জঙ্গি হামলা হতে পারে। সেই খবর পাওয়ার পরই সব জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। সব রকম সতর্কতামূলক পদক্ষেপও নেওয়া হচ্ছে। 


আরও পড়ুন, কাশ্মীরে বেড়াতে গিয়ে মর্মান্তিক মৃত্যু! ঘোড়ার পিঠে চড়তেই ঘনিয়ে এল বিপদ!


মুম্বই পুলিশের তরফে ডিসিপিদের (পুলিশ কমিশনার) নির্দেশ দিয়েছে তাদের জোনে নিরাপত্তা ব্যবস্থার দিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে। সিদ্ধিবিনায়ক মন্দির ট্রাস্টের চেয়ারম্যান সদা সর্বঙ্কর সংবাদসংস্থা এনডিটিভিকে জানিয়েছেন, মুম্বই পুলিশের তরফে মন্দিরের নিরাপত্তা বাড়াতে বলেছে। আমাদের সমস্ত নিরাপত্তা ব্যবস্থার দিকে মনোযোগ দিতে বলা হয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় মক ড্রিল ও শুরু হয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে