মৃত্যুঞ্জয় সিংহ, মুম্বই: শিউরে ওঠা ঘটনা মায়ানগরীতে। মুম্বইয়ের স্টুডিওতে পণবন্দি বহুশিশু ! গোটা ঘটনাটি ঘটে মুম্বইয়ের RA স্টুডিওতে। যদিও শেষঅবধি পুলিশ এসে ওই পণবন্দি শিশুদের উদ্ধার করেছে। অভিযুক্তকে এনকাউন্টার করেছে। শেষ অবধি পাওয়া খবরে, ওই অভিযুক্তের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন, ফের 'SIR আতঙ্কে' আত্মহত্যার দাবি ! বীরভূমের ইলামবাজারে বৃদ্ধের মৃত্যু ঘিরে রহস্য
গত ৬ দিন ধরে একটি ওয়েবসিরিজের অডিশন চলছিল, দুপুরে খেতে না বেরোতেই হয় সন্দেহ
জানা গিয়েছে, গত ৬ দিন ধরে একটি ওয়েবসিরিজের অডিশন চলছিল। প্রথমে তিনদিনের অডিশন ছিল। পরে সেই তারিখ বাড়িয়ে দেওয়া হয়। এদিন যখন অডিশন চলছিল, যেখানে ১৭ জন শিশু স্টুডিও এর ভিতরে ছিল, পাশাপাশি দুজনের মা-বাবাও উপস্থিত ছিলেন ভিতরে। সবমিলিয়ে ১৯ জন ছিলেন। ঠিক সেইসময় দুপুরে, যখন শিশুরা খাবার খাওয়ার জন্য বাইরে আসছিল না, এবং কাচের ভিতর থেকে কিছু ইশারা করছিল, তখন প্রথম সন্দেহ হয়। ভিতরে নিশ্চয় কিছু গন্ডোগোল হয়েছে। আর কিছুটা সময় পরে যখন পুলিশ এসে পৌঁছয়, তখন সবাই জানতে পারেন, যে রোহিত নামের এক ব্যক্তি শিশুদের পণ বন্দি করে নিয়েছে !
'অভিযুক্ত আত্মহত্যা করতে চাইছিলেন, কিন্তু পরে সিদ্ধান্ত নেয় যে সে, শিশুদের পণবন্দি করবে'
তবে ওই অভিযুক্ত বাচ্চাদের পণবন্দি করেই থেমে থাকেনি, ওই মুহূর্তের একটি ভিডিও শ্যুট করে ভাইরাল করে দিয়েছে। ওই ভিডিওবার্তা তিনি জানান, অভিযুক্ত আত্মহত্যা করতে চাইছিলেন, কিন্তু পরে সিদ্ধান্ত নেয় যে সে, শিশুদের পণবন্দি করবে। আর যদি পুলিশ কোনও রকম বলপূর্বক কাজ করে, তাহলে ওই স্টুডিওতে সে আগুন লাগিয়ে দেবে ! অর্থাৎ ওই শিশুদের প্রাণ সংশয় রয়েছে। এরকম পরিস্থিতি গোটা স্টুডিও নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং অ্যাকশন শুরু করে পুলিশ।
স্টুডিওর পিছনে শৌচালয়ের পথ দিয়েই ভিতরে প্রবেশ করে মুম্বই পুলিশ
স্টুডিওর পিছনে শৌচালয়ের পথ দিয়েই ভিতরে প্রবেশ করে মুম্বই পুলিশ। এবং পণবন্দি শিশুদের উদ্ধার করে তাঁরা। তবে এখানে অবাক করা ঘটনা হল, অভিযুক্ত রোহিত নামের ওই ব্যক্তি পুলিশের দিকে নিশানা করে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোঁড়ে । এরপরেই পাল্টা অভিযুক্তের উপরে গুলিবর্ষণ চালায় পুলিশ। এরপরেই গুলিবিদ্ধ হয় ওই অভিযুক্ত। এই ঘটনায় স্টুডিওর ভিতরে উপস্থিত একজন প্রবীণ মহিলা এবং একজন মেয়েও জখম হয়েছে। তাঁদের হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি যে অভিযুক্ত, তাঁকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষঅবধি পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয়েছে রোহিত নামের ওই অভিযুক্তের।