মুম্বই: মুম্বইয়ের  চুনাভাট্টি এলাকায় ফেসবুকে নোভেল করোনাভাইরাস নিয়ে আপত্তিকর পোস্ট করার অভিযোগে গ্রেফতার করা হল একজনকে। পোস্টে তিনি করোনাভাইরাস  সংক্রমণকে সরকারেরই ষড়যন্ত্র বলে দাবি করে বলেছেন, লোকজনের কর্তৃপক্ষকে এ ব্যাপারে তথ্য দেওয়া উচিত নয়।


সরকারি সূত্রে বলা হয়েছে, ৩৬ বছর বয়সি গ্রেফতার হওয়া ব্যক্তির নাম শামিম খান। কুরলা ইস্টের কুরেশি নগরের বাসিন্দা। জনৈক সরকারি অফিসার বলেছেন, লোকটি ফেসবুকে লিখেছে, নোভেল করোনাভাইরাসের অস্তিত্বই নেই, এটা কিছু সম্প্রদায়কে টার্গেট করার চক্রান্ত সরকারের। সংক্রমণ সংক্রান্ত সমীক্ষার সময় লোকজনকে সার্ভে কর্মীদের সঙ্গে তথ্য শেয়ার করতেও নিষেধ করেছে সে।

তাকে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ (সরকারি কর্তার জারি করা আদেশ পালন না করা), ৫০৫ (জনজীবনে বিশৃঙ্খলা ছড়ানোর মতো বিবৃতি দেওয়া) ধারা ও বিপর্যয় মোকাবিলা আইনের সংশ্লিষ্ট ধারায় গ্রেফতার করা হয়েছে বলে চুনাভাট্টি থানার অফিসার জানিয়েছেন।