নয়াদিল্লি: লকডাউনের জন্য পরিবেশ অনেকটাই দূষণমুক্ত হয়েছে, এমন ছবি রোজই উঠে আসছে সংবাদমাধ্যমে। পাখি ডাকছে, রাস্তায় ময়ূর ঘুরে বে়ড়াচ্ছে, বহুদূর থেকে চোখে পড়ছে হিমালয়ের শোভা। এমনকী লকডাউনের জেরে ঝকঝক করছে যমুনার জলও। কল কারখানার বর্জ্য, রাসায়নিক, আবর্জনায় যমুনার অবস্থা ছিল সঙ্গীন। যমুনা দূষণ মুক্ত করার জন্য একের পর এক পদক্ষেপও করা হয়েছিল সরকার ও বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের তরফে। কিন্তু প্রকৃতি দূষণমুক্ত হলে নদীর জলও শুদ্ধ হবে, সেটাই প্রমাণ করল লকডাউন। আবর্জনাহীন টইটম্বুর যমুনার ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই যমুনাকে বহুদিন দেখেনি দিল্লিবাসী।



শুধু তাই নয়, কিছুদিন আগে পর্যন্ত দূষণের মুখোশে ঢাকা পড়েছিল রাজধানীর মুখ। লকডাউনে ধুলো-ধোঁয়া কম হওয়ায়, দূষণের মাত্রাও চোখে পড়ার মতো কমেছে।
কেউ কেউ আবার আবর্জনা ও জঞ্জালে ভরা যমুনার ছবিও পাশাপাশি রেখেছেন সোশ্যাল মিডিয়ায়।

.