মুম্বই: বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্যনগরী। টানা বৃষ্টির জেরে জলমগ্ন মুম্বই ও সংলগ্ন শহরতলি। প্রবল বৃষ্টির কারণে শহরের সব স্কুল-কলেজে ছুটি ঘোষণা করেছে মুম্বই পুরনিগম। মৌসম ভবনের তরফে বলা হয়েছে, ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি মুম্বইয়ে। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় জল জমে পরিস্থিতি ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে।
বৃষ্টির জেরে যেখানে সেখানে যানজট, ধীরগতিতে চলছে ট্রাফিক। যানজটের কারণে যাতে নাগরিক জীবনে যাতে ব্যাহত না হয় তা সামলাতে তৎপর মুম্বই পুলিশ। পরিস্থিতি সামলাতে বহু পুলিশ মোতায়েন রয়েছে মুম্বইয়ের রাস্তায়। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া নানা ভিডিওতে দেখা যাচ্ছে, মুম্বই ও শহরতলির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ায় ধীরে চলছে যানবাহন। ট্রাফিকে আটকে পড়েছে হাজার হাজার গাড়ি।
প্রবল বৃষ্টির কারণে শহরের সব স্কুল-কলেজে ছুটি ঘোষণা করেছে মুম্বই পুরনিগম। গত ২৪ ঘণ্টায় শহরে ৫৪ মিমি-এর বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পূর্ব ও পশ্চিম অংশে যথাক্রমে ৭২ মিমি এবং ৬৫ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নাগরিকদের অপ্রয়োজনে বাইরে না যাওয়া এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শও দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, যে কোনও সাহায্য বা তথ্যের জন্য হেল্পলাইন ১৯১৬ নম্বরে যোগাযোগ করারও পরামর্শ দিয়েছে বৃহন্মুম্বই পুরনিগম।
বৃষ্টির প্রভাব পড়েছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমান বন্দরেও। মুম্বইয়ের লাইফলাইন লোকাল ট্রেনগুলিও গড়ে ১৫-২০ মিনিট ধরে দেরিতে চলছে বলে জানা গিয়েছে।
সরকারি সূত্রে জানা যাচ্ছে, শহরের বেশিরভাগ এলাকা কোমর সমান জলে ডুবে আছে। বৃষ্টি থামলেও সেই জল নামতে দশ-বারো ঘণ্টা লেগে যাবে। কারণ লাগোয়া সমুদ্রের জোয়ার-ভাটার উপর নির্ভর করে জল নিষ্কাষণ।