নয়াদিল্লি: বয়স ১৪-এ পৌঁছেছিল কিশোরীর। কিন্তু তখনও তাঁর ঋতুস্রাব (Periods) বা সেই সংক্রান্ত যন্ত্রণার কোনও ধারণা ছিল না। এদিকে কালের নিয়মে শরীরে ঘটেছে স্বাভাবিক বদল। যা আচমকা মেনে নিতে বোধ হয় সমস্যা হয়েছিল তার। প্রথম ঋতুস্রাবের যন্ত্রণা, কষ্ট সহ্য করতে না পেরে আত্মঘাতী হল কিশোরী। ঘটনা মুম্বইয়ের (Mumbai) মালাডের (Malad)। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে গত ২৬ মার্চ।


প্রথম ঋতু্স্রাবের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মঘাতী কিশোরী


পুলিশ সূত্রে খবর, আত্মঘাতী কিশোরীর ঋতুচক্র (menstrual cycle) সম্পর্কে কোনও রকমের ধারণা ছিল না, এবং প্রবল যন্ত্রণার কথা বাড়ির লোকজনের কাছেও সে গোপন করে যায়। কিন্তু এই প্রবল কষ্ট সহ্য করতে না পেরে, মর্মান্তিক দুর্ঘটনা ঘটিয়ে বসে সে। নিজের ঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় ওই কিশোরী। তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করা হলেও, নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।


ময়না তদন্তের পর রিপোর্টে কোনও অস্বাভাবিকতার চিহ্ন পাওয়া যায়নি। এখন পুলিশ মেয়েটির পরিবার এবং স্কুল ও পাড়ার বন্ধুদের জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা করছে। তবে এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও সেই একই বিষয়ে সাধারণ মানুষের পিছিয়ে পড়ার কথাই বলে দিচ্ছে যেন। টিনএজার্স, অর্থাৎ সদ্য কৈশোরে পৌঁছনো মেয়েদের জন্য বিশেষত, ঋতুচক্র সংক্রান্ত শিক্ষা বা সচেতনতা যে কতটা জরুরি, তা আরও একবার প্রমাণিত। ঋতুস্রাব এবং সেই সংক্রান্ত ব্যবহার প্রক্রিয়ার ওপর প্রবল কাউন্সেলিঙের প্রয়োজনীয়তাও তুলে ধরছে এই ঘটনা।


আরও পড়ুন: SLIM Moon Lander: ভারতের চন্দ্রযান-৩ পারেনি, মুখ থুবড়ে পড়েও দুই চন্দ্রনিশি অক্ষত জাপানের SLIM, জেগে উঠল আবারও


এই ঘটনায় মৃতার পরিবার ও বন্ধুবান্ধবদের খুব শীঘ্রই জিজ্ঞাসাবা করা হবে, এবং তদন্ত আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে খবর। এই মর্মান্তিক ঘটনাটি জীবনের এই প্রাকৃতিক শারীরিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া কিশোর-কিশোরীদের সঠিক তথ্য এবং সহায়তা প্রদানের গুরুত্ব মনে করিয়ে দেওয়ার কাজ করে। ঋতুচক্র বা ঋতুস্রাব সংক্রান্ত পুরনো গল্প কাহিনি দূর করে, এই ঋতুস্রাব সংক্রান্ত সমস্ত উদ্বেগ দূর করার জন্য শিক্ষামূলক উদ্যোগ এবং খোলাখুলি কথোপকথনের প্রয়োজনীয়তা প্রতিফলিত করছে এই ঘটনা। যার ফলে  শেষ পর্যন্ত মানসিক সুস্থতা আসতে পারে সকলের কাছে এবং ভবিষ্যতে এই ধরনের মর্মান্তিক অঘটন আর না ঘটে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।