Mumbai Weather News: বুধবার ৪ ডিসেম্বর মুম্বই ১৬ বছরে উষ্ণতম দিন হিসেবে রেকর্ড গড়ল। ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে এই ভরা শীতের মরশুমে মুম্বইয়ে এদিন তাপমাত্রা পৌঁছেছিল ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াসের (Mumbai Weather News) ঘরে। মুম্বইয়ের সান্তাক্রুজ আবহাওয়া কেন্দ্রের রেকর্ড করা তাপমাত্রা ছিল ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস এবং অন্যদিকে কোলাবা আবহাওয়া কেন্দ্রে (Hottest Day in December) রেকর্ড হওয়া তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। ২০০৮ সাল থেকে ডিসেম্বর মাসে সবথেকে বেশি তাপমাত্রা ছিল এদিন মুম্বইয়ে।


এর আগে ২০০৮ সালের ৫ ডিসেম্বর এত বেশি তাপমাত্রা (Hottest Day in December) রেকর্ড হয়েছিল মুম্বইয়ে। কলিনা অবজারভেটরি রেকর্ড করেছিল ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এমনটাই জানিয়েছেন মুম্বইয়ের আবহাওয়া দফতরের (Mumbai Weather News) একজন বিজ্ঞানী সুষমা নায়ার। অন্যদিকে বিগত ২৯ নভেম্বর সর্বনিম্ন তাপমাত্রা এসে নেমেছিল ১৬.৫ ডিগ্রিতে, বিগত আট বছরে এটিও নভেম্বর মাসের সর্বনিম্ন তাপমাত্রা ছিল অর্থাৎ আট বছরের শীতলতম নভেম্বরের দিন ছিল এটি।


গতকাল বুধবার সকালে মুম্বই এবং মহারাষ্ট্রের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আর এদিন (Mumbai Weather News) সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ২৫ ডিগ্রি সেলসিয়াসে। মঙ্গলবার থেকেই শহরের আকাশ মেঘলা। আবহাওয়া দফতরের বক্তব্য অনুযায়ী, ফেঙ্গাল ঘূর্ণিঝড়ের কারণে আর্দ্রতা বেড়ে যাওয়ায় এই বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণ মুম্বইয়ের কোলাবা আবহাওয়া কেন্দ্র এদিন সর্বনিম্ন তাপমাত্রা জানিয়েছে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। আর অন্যদিকে মুম্বইয়ের (Mumbai Weather News) পশ্চিমাংশে সান্তাক্রুজ আবহাওয়া কেন্দ্র এদিনের তাপমাত্রা জানিয়েছে ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস।


আবহাওয়া বিশেষজ্ঞরা দাবি করছেন যে ৩০ নভেম্বর তামিলনাড়ুর উপকূলে যে বিধ্বংসী ঘূর্ণিঝড় ফেঙ্গাল আছড়ে পড়েছিল তারই প্রভাবে চরম আর্দ্রতার প্রবাহ চলেছে মুম্বই শহরে এবং সেই কারণে তাপমাত্রায় এত উত্থান লক্ষ্য করা গিয়েছে। এমনকী এই ফেঙ্গালের সঙ্গে সঙ্গে একটি প্রতীপ ঘূর্ণবাতও তৈরি হয়েছিল যার কারণে তাপমাত্রা বাড়তে শুরু করে। ঘূর্ণিঝড়ের পরে আরব সাগরে তৈরি হওয়া নিম্নচাপের দরুণ মুম্বইয়ের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত দেখা দেয়।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: 'কত টাকা পেয়েছেন?' বাংলাদেশ থেকে সরাসরি হুঁশিয়ারি এবিপি আনন্দকে; 'সত্যিটাকে তুলে ধরবই', জবাব সুমন দে-র