কলকাতা: যানজটের জেরে বজরংবলীর ঠিকানা পরিবর্তন। রাস্তার এ প্রান্ত থেকে যাবেন ওই প্রান্তে। তৈরি হবে বড় মন্দির। সরানো হবে বিগ্রহ।
কলকাতা পুরসভার ১১৮ নম্বর ওয়ার্ড বুড়ো শিবতলা মেন রোড ও এসএন রায় রোডের সংযোগস্থলে রয়েছে এই হনুমান মন্দির। স্থানীয়দের দাবি, এই মন্দিরের জেরে ব্যস্ত রাস্তায় তৈরি হয় যানজট। মন্দির অন্যত্র সরানোর দাবি জানান এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দারা জানান, যানজট সামলাতে গিয়ে ট্রাফিক পুলিশের কালঘাম ছুটে যায়। বাস-ট্যাক্সির জ্যাম নিত্য বিষয়। তাই মন্দির সরানোর ভাবনা। সেইমতো, রাস্তার উল্টো দিকে একটি ফাঁকা জমিতে মন্দির সরানোর পরিকল্পনা নিয়েছে কলকাতা পুরসভা।
বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরসের সদস্য তারক সিংহ বলেন, জমির মালিকের সঙ্গে কথা হয়েছে। জমি মালিকের সঙ্গে চুক্তি হবে। ফ্লোর এরিয়া রেশিও দেওয়া হবে। পুরসভা সূত্রে খবর, বর্তমানে মন্দিরটি ১২০ বর্গফুটের। নতুন মন্দিরটি তৈরি হবে ৩০০ বর্গফুটের ওপর।
পুরসভার তরফে জনানো হয়েছে, ইতিমধ্যেই জয়েন্ট ইনসপেকশনের পর, রিপোর্ট জমা পড়েছে। রিপোর্টে ছাড়পত্র দিয়েছেন পুর কমিশনার। এখন শুধু বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরসের বৈঠকে পাস হওয়ার অপেক্ষা।
পুরসভার তরফে দাবি, জমি মালিকের সঙ্গে চূড়ান্ত চুক্তি হয়ে গেলে ৫-৬ মাসের মধ্যেই নতুন মন্দির নির্মাণ সম্ভব।