স্থানীয় এক কংগ্রেস বিধায়কের ভাগ্নের বিতর্কিত এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে অশান্তি মাথাচাড়া দেয় তথ্য ও প্রযুক্তি মহানগরীতে। অখন্ড শ্রীনিবাস মূর্তি নামে কংগ্রেস বিধায়কের বাসভবনে চড়াও হয় মারমুখী জনতা, চলে ভাঙচুর। পুলিশ অভিযুক্তকে আড়াল করে রাখছে বলে অভিযোগ করে তারা পরে থানায়ও ভাঙচুর করে। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। তার মধ্যেই সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর উদ্দেশে ধর্মস্থানকেও টার্গেট করা হতে পারে, এমন আশঙ্কায় নিজেরাই সক্রিয় হয়ে মানবশৃঙ্খল রচনা করেন ওই যুবকরা।