নয়াদিল্লি: রাস্তার উপর গুলি চালিয়ে 'ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল'-র হরিয়ানা শাখার প্রেসিডেন্ট তথা প্রাক্তন বিধায়ক নাফে সিংহ রাঠিকে ঝাঁঝরা করে দিল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। তাঁর সঙ্গে সফররত, আর এক দলীয় নেতারও মৃত্যু হয়েছে বলে খবর। ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদেরও অনেকে গুরুতর জখম। রবিবার বিকেলে হরিয়ানার ঝাঝর জেলায় ঘটনাটি ঘটে। লোকসভা ভোটের মুখে এই ভাবে বিরোধী শিবিরের এক নেতার ভয়ঙ্কর মৃত্যুতে তীব্র আলোড়ন তৈরি হয়েছে বিজেপি শাসিত রাজ্যে। যদিও মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের বক্তব্য, দোষীদের একজনও ছাড় পাবে না।


কী ঘটেছিল?
এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, তাতে রবিবার বিকেলে যখন এই ঘটনা ঘটে তখন নিজের SUV করে ঝাঝর জেলা দিয়ে যাচ্ছিলেন নাফে সিংহ রাঠি। সঙ্গে ছিলেন দলেরই এক নেতা। হঠাৎ, মাঝপথে, গাড়ি করে একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী  SUV-র পথ আগলে দাঁড়িয়ে গুলি চালাতে শুরু করে। 'অপারেশন' শেষ করে গাড়ি নিয়েই চম্পট দেয় তারা। খবর হতেই জখমদের নিকটবর্তী 'ব্রহ্মশক্তি সঞ্জীবনী' হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু প্রাক্তন বিধায়ককে পরীক্ষা করেই মৃত বলে ঘোষণা করেন হাসপাতালের ডাক্তাররা।
লক্ষণীয় বিষয় হল, যে বাহাদুরগঢ়ে এই হামলা হল, সেখানকারই বিধায়ক ছিলেন নাফে সিংহ রাঠি। সেই মাটিতেই তাঁর এমন মৃত্যুতে নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন। হরিয়ানা পুলিশ আরও সতর্ক।   ঝাঝরের এসপি অর্পিত জৈন বলেন, 'আমাদের কাছে খবর এসেছে। CIA এবং STF-র দল কাজ শুরু করে দিয়েছে। প্রত্যেক অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা হবে।' INLD নেতা অভয় চৌতালার অবশ্য অভিযোগ, প্রাক্তন বিধায়ককে কোনও ধরনের নিরাপত্তার ব্যবস্থা না দেওয়ারই জের এটি।তাঁর কথায়, 'ওঁকে কোনও পুলিশি নিরাপত্তা দেওয়া ছিল না। গুলিতে ঝাঁঝরা হয়ে যেতে হল ওঁকে।' ভোটের আগে এই ঘটনায় বিরোধী শিবিরের অভিযোগ, হরিয়ানার সার্বিক ভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে।


শোকবার্তা...
 INLD-র হরিয়ানা শাখার সভাপতির এমন মৃত্যুতে শোকবার্তা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর এস হুডা। শোকবার্তা আসে বর্তমান মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের তরফেও। স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতেও নির্দেশ দেন। এখনও পর্যন্ত কেউ হামলার দায়স্বীকার না করলেও প্রাথমিক ভাবে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও তার সহযোগী কালা জঠেড়ির দিকেই সন্দেহের আঙুল থাকছে। সম্ভবত সম্পত্তি সংক্রান্ত কোনও বিবাদ থেকে এই হামলা, শোনা যাচ্ছে এই কথাও। তবে গ্রেফতারির আগে স্পষ্ট নয় কোনও কিছুই।


আরও পড়ুন:সামনের সপ্তাহেই প্রার্থিতালিকা প্রকাশ BJP-র, থাকতে পারে মোদি-শাহের নাম, বলছে সূত্র