সারা দুনিয়ায় করোনাভাইরাস অতিমারীর চেহারা নেওয়ার পর ভারতের সৌজন্য প্রকাশের রীতিটিকেই আপন করে নিয়েছে বিশ্বের নানা দেশ। ইউরোপ করোনা মোকাবিলায় লড়াই চালিয়ে যাচ্ছে। তার মধ্যেই ফরাসি প্রেসিডেন্টের ট্যুইটার অ্যাকাউন্টে শেয়ার করা এক ভিডিওতে দেখা গিয়েছে, ফরাসি ফার্স্ট লেডি ব্রিগিট মাকরঁ ও মর্কেল মাথা ঝুঁকিয়ে পরস্পরকে স্বাগত জানাচ্ছেন। তারপর ফরাসি প্রেসিডেন্ট ও জার্মান রাষ্ট্রপ্রধান সার্জিকাল মাস্ক পরে আলোচনায় বসছেন। বিষয় ইউরোপীয় ইউনিয়ন সংক্রান্ত নানা ইস্যু।
করোনাভাইরাসজনিত সঙ্কট, আলেকজান্দার লুকাশেঙ্কোর পুনর্নির্বাচনের পর বেলারুশে সরকার-বিরোধী বিক্ষোভ, লেবানন বন্দরে বিস্ফোরণ, মালেতে অভ্যুত্থান, ভ্লাদিমির পুতিনের সমালোচক তথা রাজনৈতিক বন্দি আলেকজান্ডার নাভালনির শারীরিক অবস্থার অবনতির প্রেক্ষাপটেই বৈঠকে বসলেন মাকরঁ ও মর্কেল।
রয়টার্স জানিয়েছে, মাকরঁ ও মর্কেল কোভিড-১৯ পরবর্তী পরিস্থিতিতে চিন-ইউরোপ সম্পর্ক, ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া নিয়েও আলোচনা করেন। এই বৈঠক ‘দ্বিপাক্ষিক, ইউরোপীয় ও আন্তর্জাতিক স্তরে ফরাসি-জার্মান বোঝাপড়া ব্যতিক্রমী স্তরে পৌঁছনোর সাক্ষ্য বহন করছে’ বলে ব্যাখ্যা করেছে ফ্রান্স।