লিসিপ্রিয়া লিখেছে, দেশের লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীর জীবন রক্ষা করার জন্যই এই পরীক্ষাগুলি বাতিল করা একান্ত জরুরি। সরকার যেন পড়ুয়াদের স্বার্থেই এখনকার মতো পরীক্ষাগুলি গ্রহণ না করার সিদ্ধান্ত নেয়।
চিঠিতে লিসিপ্রিয়া বলেছে, ভারতে প্রতিদিন করোনা সংক্রমণ বাড়ছে। টানা প্রায় তিন সপ্তাহ ধরে সংক্রমণের সংখ্যায় ভারত বিশ্বের শীর্ষস্থানে রয়েছে। এই অতিমারীর মধ্যে আবার বন্যায় ভেসে গিয়েছে বহু জায়গা। দেশের ১৪টি জেলায় একেবারে বানভাসি অবস্থা। সেখানকার মানুষের বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে। এহেন পরিস্থিতিতে প্রতিযোগিতামূলক বা ডিগ্রি পরীক্ষাগুলি বাতিল করলেই মঙ্গল হবে। ছাত্রদের কথা ভেবেই এটা সরকারের করা উচিত। হিসেব করে লিসিপ্রিয়া দেখিয়েছেন, যে জেইই মেইনের জন্য নাম রেজিস্টার করেছেন ৮.৫৮ লক্ষ ছাত্র,যা ১ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে হওয়ার কথা। আবার এনইইটি-র ক্যান্ডিডেট সংখ্যা প্রায় ১৬ লক্ষ, যা ১৩ সেপ্টেম্বর হওয়ার কথা। এই এত লক্ষ লক্ষ ছাত্রের হিতের কথা ভেবেই পরীক্ষা আপাতত বন্ধ রাখার আবেদন করা হয়েছে চিঠিতে।