মালদা: মিছিলে লোক হয়, কিন্তু ভোটবাক্সে তার প্রভাব পড়ে না। দলের নেতাদের একাংশই ষড়যন্ত্র করে। যড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে আগামী দিনে নেতাদের নার্কো টেস্ট করা হোক। মালদায় দলীয় কর্মিসভায় বিস্ফোরক মন্তব্য করলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক কার্তিক ঘোষ।
গতকাল পুরাতন মালদার জলঙ্গা মাঠে মালদা বিধানসভার কর্মিসভার আয়োজন করে তৃণমূল। ওই সভায় দলের এক শ্রেণির নেতার বিরুদ্ধে সরব হন জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী মৌসম বেনজির নুরও। তিনি বলেন, নজর রাখছে দল। যারা বিরোধিতা করছে, তাদের বিরুদ্ধে সঠিক সময়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
তৃণমূলের নেতানেত্রীরা নিজেরাই নিজেদের বিশ্বাস করে না, কটাক্ষ করেছে বিজেপি।
দলের নেতারাই ষড়যন্ত্র করছে, চিহ্নিত করতে হোক নার্কো টেস্ট, দাবি করলেন তৃণমূলের মালদা জেলা সম্পাদক কার্তিক ঘোষ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Oct 2020 12:55 PM (IST)
তৃণমূলের নেতানেত্রীরা নিজেরাই নিজেদের বিশ্বাস করে না, কটাক্ষ করেছে বিজেপি।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -