নয়াদিল্লি: আদানি গোষ্ঠীর (Adani Group) বিরুদ্ধে ওঠা অভিযোগে সরাসরি নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিশানা করেছিলেন সংসদে দাঁড়িয়ে। তার জন্য কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস এনেছে বিজেপি। সেই আবহেই নিজের ভাষণে রাহুলকে তীব্র কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরাসরি রাহুলের নাম যদিও মুখে আনেননি মোদি, তবে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, কার দিকে ইঙ্গিত তাঁর (Lok Sabha)।
সরাসরি রাহুলের নাম যদিও মুখে আনেননি মোদি, তবে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, কার দিকে ইঙ্গিত
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের জবাবি ভাষণে গত দু'দিন ধরে সংসদে জবাবি বক্তৃতা করতে শোনা গিয়েছে বিরোধী শিবিরের সাংসদদের। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে গতকাল সংসদে সরব হন রাহুলও। সরাসরি মোদির সঙ্গে আদানির সমীকরণ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বুধবার সংসদে ভাষণ দিতে গিয়ে রাহুলকেই নাম না করে নিশানা করেন মোদি।
এ দিনের ভাষণে মোদি বলেন, "গতকাল লোকসভায় কয়েক জনের ভাষণ শুনছিলাম আমি। উত্তেজনাপূর্ণ আবহ তৈরি হয়েছিল। সমর্থকরা সব উল্লসিত হয়ে উঠেছিলেন। আনন্দে গদগদ হয়ে বলছিলেন, এই না হলে হয়! ভাষণ শুনে কেউ কেউ এত উৎফুল্ল হয়ে উঠেছিলেন যে, আজ তাঁরা এখানে এসে পৌঁছতে পারেননি। রাতে নিশ্চয়ই ভাল ঘুম হয়েছে। তাই সকালে আর উঠতে পারেননি।"
আরও পড়ুন: Budget Session LIVE: দেশের অর্থনীতিতে আজ স্থিতাবস্থা, স্থিতিশীল সরকার: প্রধানমন্ত্রী
মোদির ভাষণের সময় এ দিন সংসদেও উপস্থিত ছিলেন রাহুল। মোদি বলে চলেন, "ভারত এত ভাল ভাবে চলছে যে, ওঁদের হজম হচ্ছে না। তাই হতাশায় ডুবে যাচ্ছেন ক্রমশ।"
মোদির ভাষণের সময় এ দিন সংসদেও উপস্থিত ছিলেন রাহুল
আদানি প্রসঙ্গে মোদিকে নিশানা করে গতকাল হার্ভার্ড ইউনিভার্সিটির প্রসঙ্গ ঘুরেফিরে আসে রাহুলের মুখে। রাজনৈতিক যোগসাজশকে কাজে লাগিয়ে কী ভাবে নিজের স্বার্থসিদ্ধি করেন গৌতম আদানির মতো শিল্পপতি, তা নিয়ে হার্ভার্ডে গবেষণা হওয়া উচিত হলে মন্তব্য করেছিলসেন রাহুল। সেই প্রসঙ্গও এ দিন উঠে আসে মোদির মুখে। তিনি বলেন, হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষণা নিয়ে উৎসাহিত অনেকে। হার্ভার্ডে এমনই একটি গবেষণা হয়েছিল, যাতে কংগ্রেস উত্থান এবং পতনের কারণ ব্যাখ্যা করা হয়েছিল। কারা কারা কংগ্রেকে ডুবিয়েছে, তা নিয়ে আগামী দিনে হার্ভার্ড-সহ তাবড় বিশ্ববিদ্যালয়ে গবেষণা হওয়া উচিত।"