নয়া দিল্লি: আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫ তম জন্মদিন। ফোন করে আগাম শুভেচ্ছা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল রাতে প্রধানমন্ত্রীকে ফোন করেন আমেরিকার প্রেসিডেন্ট। জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি বলেন, আপনি দারুণ কাজ করছেন। X হ্যান্ডলে পোস্ট করে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীও। ট্রাম্পকে ‘বন্ধু‘ সম্বোধন করে নরেন্দ্র মোদি লিখেছেন, আপনার ফোন কল এবং ৭৫ তম জন্মদিনে উষ্ণ শুভেচ্ছার জন্য ধন্যবাদ।                                            

ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক অংশীদারিত্বকে সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে যেতে আপনার মতো আমিও প্রতিশ্রুতিবদ্ধ। পোস্টে প্রধানমন্ত্রী আরও লেখেন, রাশিয়া-ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য উদ্যোগকে আমরা সমর্থন করি। X হ্যান্ডলে লেখেন প্রধানমন্ত্রী। 

সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক চাপানো নিয়ে ভারত-আমেরিকার মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। প্রধানমন্ত্রীকে ফোন করলেও শুল্ক কমাননি ট্রাম্প। এই আবহেই গতকাল দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বাণিজ্য ও শিল্প মন্ত্রকের কর্তারা। আলোচনা ইতিবাচক হয়েছে বলে মন্ত্রকের তরফে জানানো হয়েছে। 

পরে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, ‘এখনই আমার বন্ধু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে দারুণ কথা হল। আমি ওঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি। উনি দারুণ কাজ করছেন। নরেন্দ্র, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ থামাতে সহযোগিতার জন্য আপনাকে ধন্যবাদ।’ ট্রাম্পের সঙ্গে ফোনালাপের কথা এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন মোদিও।

সম্প্রতি বেজিংয়ে এসসিও সম্মেলনে যোগ দিয়ে রাশিয়া ও চিনের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার বার্তা দেয় নয়াদিল্লি। পুতিন ও জিনপিংয়ের সঙ্গে আলাদা করে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দক্ষিণ এশিয়ায় নতুন করে আমেরিকা বিরোধী অক্ষ তৈরীর সম্ভাবনা দেখা দেয়। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের ধারণা, এতেই খানিকটা চাপে পড়ে যান ট্রাম্প। কার্যত এর পরই কিছুটা সুর নরম করতে থাকে আমেরিকা।