নয়াদিল্লি: ফের সরগরম সংসদ। বৃহস্পতিবার রাজ্যসভায় মোদির ভাষণ ছিল। মোদি বক্তব্য শুরু করতেই স্লোগান দিতে শুরু করেন বিরোধীরা। আদানি ইস্যুতেই ইতিমধ্যেই উত্তপ্ত সংসদ। বাজেট অধিবেশনে আদানির সঙ্গে মোদির সখ্য নিয়ে প্রশ্ন তুলে বিজেপিকে বিঁধেছিলেন রাহুল। বুধবার বক্তব্যের সময় আদানি প্রসঙ্গই শোনা যায়নি মোদির মুখে। বরং কংগ্রেস আমলে দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন তিনি। তারই রেশ দেখা গেল বৃহস্পতিবারও। এদিনও রাজ্যসভায় কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী।     


এদিন প্রধানমন্ত্রী ভাষণ শুরু করতেই 'মোদি-আদানি ভাই ভাই' বলে স্লোগান তোলেন বিরোধীরা। তার মাঝেই বক্তব্য রাখতে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, 'সংসদে কিছু মানুষের ব্যবহার দেশের মানুষের কাছে হতাশাজনক। যতই কাদা ছড়ানো হবে পদ্ম ততই প্রস্ফুটিত হবে।' এদিনও কংগ্রেসকে নিশানা করেন তিনি। উন্নয়নের প্রশ্ন তুলে তিনি বলেন, 'আমাদের বিরোধীরা বলেছেন বুনিয়াদ তাঁরা তৈরি করেছেন। কংগ্রেস বলছে ৬০ বছর ধরে তাঁরা দেশের বুনিয়াদ তৈরি করেছে। কিন্তু ২০১৪-এ এসে আমরা দেখলাম শুধু বড় বড় গর্ত তৈরি হয়েছে।' মোদির দাবি, 'তখন পঞ্চায়েত থেকে সংসদ সর্বত্রই ওঁরা ক্ষমতায় ছিলেন। কিন্তু কোনও সমস্যার সমাধানেরই চেষ্টা কখনও করেননি। দেশের মানুষ সমস্যায় জর্জরিত ছিল। কিন্তু শাসকের গুরুত্ব, উদ্দেশ্য সবই আলাদা ছিল। তাই সমস্যার সমাধানের চেষ্টা করেনি। আমরা সমস্যার স্থায়ী সমাধানের চেষ্টা করি।'


ব্যাঙ্কিং পরিষেবা নিয়েও নিশানা: 
মোদি সরকারের অন্যতম প্রচারের বিষয় ছিল জন-ধন অ্য়াকাউন্ট। সেই প্রসঙ্গও তুলে আনেন মোদি। তিনি বলেন, 'আগে সাধারণ মানুষ ব্যাঙ্কের দরজা পর্যন্ত যেতে পারত না। আমরা জন-ধন প্রকল্পের মাধ্যমে মানুষের সঙ্গে ব্যাঙ্কের সরাসরি যোগ হয়েছে। সাধারণ মানুষ ব্যাঙ্কের গ্রাহক হয়েছেন। গরিব মানুষ ব্যাঙ্কিং পরিষেবা নিতে পারছেন। কর্ণাটকে ১ কোটি ৭০ লক্ষ জন-ধন অ্যাকাউন্ট খুলেছে। জন-ধন, আধার, মোবাইল এই ৩ শক্তি এখন মানুষের হাতে। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে মানুষ এখন টাকা পাচ্ছেন।' রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে তাঁর আমলের কাজের খতিয়ান তুলে ধরেন মোদি। তিনি বলেন, 'পিএম গতি শক্তি মাস্টার প্ল্যানে পরিকাঠামো তৈরিতে জোর দেওয়া হচ্ছে। মানুষের জন্য কাজ করতে হলে পরিশ্রম বেশি করতে হয়। আরামের রাস্তা আমাদের জন্য নয়।'


ইস্যু যখন গ্যাস:
উজ্জ্বলা গ্যাস যোজনা নরেন্দ্র মোদি সরকারে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এই প্রকল্প নিয়ে দলীয়ভাবেই বহু প্রচার করেছে পদ্ম শিবির। যদিও প্রায়শই রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে ক্রমাগত বিজেপিকে নিশানা করেছে বিভিন্ন বিরোধী দলগুলি। এদিনও রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে উজ্জ্বলা যোজনার প্রসঙ্গ তুলে ধরেন মোদি। সেই সময়েও কংগ্রেস আমলের কথা তুলে ধরেন তিনি। মোদি বলেন, 'স্বাধীনতার সময় থেকে ২০১৪ পর্যন্ত ১৪ কোটি এলপিজি কানেকশন ছিল। কিন্তু আমরা চেয়েছিলাম সবার বাড়িতে রান্নার গ্যাস থাকুক। সেজন্যই আমরা ৩২ কোটিরও বেশি মানুষের বাড়িতে রান্নার গ্যাস দিয়েছি। আপনারা এখানে চেঁচামেচি করছেন, মানুষ আপনাদের কথা শুনছে না আমরা মানুষের বিশ্বাস অর্জন করেছি।'


মহিলা সুরক্ষা, শিশুদের পুষ্টি, আদিবাসীদের জমির পাট্টা- ইত্যাদি বিভিন্ন বিষয় এদিন তুলে আনেন মোদি। পাশাপাশি কংগ্রেস আমলের সঙ্গে তুলনা টেনে বারবার নিশানা করেন পূর্বতন সরকারকে।' এদিন প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালীন বারবার জেপিসির (JPC)-এর দাবিতে টানা বিক্ষোভ দেখান বিরোধীরা।


আরও পড়ুন: আদানি-প্রসঙ্গে হিন্ডেনবার্গ রিপোর্ট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি আগামীকাল