কোচি: মোদির সফরকালে আত্মঘাতী হামলা হবে - সোমবার তাঁর কেরল (Kerala) সফরের আগেই শোরগোল ফেলে দিল এই হুমকি চিঠি। আগামী সপ্তাহের শুরুতে কেরলে যাওয়ার কথা প্রধানমন্ত্রীর (Narendra Modi)। তার আগেই বিজেপির রাজ্য দফতরে এল একটি হুমকি চিঠি (Threat Letter) । তা নিয়ে রীতিমতো তোলপাড় দক্ষিণের রাজ্যে। সেই চিঠিতে নরেন্দ্র মোদিকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই চিঠি পাওয়ার পর কেরলে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে ।
হুমকি - চিঠিতে কী লেখা
চিঠিতে, প্রেরকের নাম এবং অন্যান্য তথ্যও দেওয়া ছিল বলে জানা গিয়েছে। ২৪ এপ্রিল মোদির কোচি সফরের সময় একটি আত্মঘাতী হামলার বিষয়ে সতর্ক করা হয়েছে ওই পত্রে। ইতিমধ্যেই পুলিশ ওই হুমকি - চিঠিতে দেওয়া নামের সূত্র ধরে ওই ব্যক্তিকে শনাক্ত করেছে। জানা গিয়েছে, কেরলের এরনাকুলামের বাসিন্দা জোসেফের তরফে চিঠিটি পাঠানো হয় বলে উল্লেখ ছিল। তবে তিনি ওই চিঠি পাঠানোর বিষয়টি অস্বীকার করেছেন। ওই ব্যক্তির দাবি, প্রতিপক্ষরা তাঁর নাম ব্যবহার করে তাঁকে মিথ্যা অভিযোগে জড়িয়েছে। তা সত্ত্বেও, এতটুকু ঢিলেঢালা দিচ্ছে না প্রশাসন। বরং জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি এই বিষয়ে আরও তথ্য চেয়ে পাঠিয়েছে।
কেরল পুলিশের এডিজি চিঠিটি সংবাদ মাধ্যমের সামনে এনেছেন। পুলিশের দাবি, এই চিঠির পিছনে নিষিদ্ধ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (Popular Front of India) সহ আরও কয়েকটি সংগঠনের হাত থাকতে পারে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এম মুরলিধরন (M Muraleedharan, Minister of State for External Affairs from Kerala ) নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং এটিকে রাজ্য পুলিশের একটি উল্লেখযোগ্য ব্যর্থতা বলে উল্লেখ করেছেন।
কেরলের প্রথম বন্দে ভারত উদ্বোধন করতে মোদি ২৪ এপ্রিল কোচি যাবেন। এবং পরের দিন তিরুঅনন্তপুরমে যাবেন।প্রধানমন্ত্রী মোদির একটি রোড শো-ও করার কথা আছে।
আরও পড়ুন :
জংলা পোশাকে জঙ্গলে মোদি, আখ খাওয়ালেন হাতিকে