নয়াদিল্লি: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় এবার পঞ্চমুখ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গাজ়ায় শান্তি ফেরাতে যে ২০ দফার প্রস্তাব পেশ করেছিলেন ট্রাম্প, তা আংশিক ভাবে মেনে নিয়েছে প্যালেস্তাইনের সংগঠন হামাস। আর তাতেই ট্রাম্পের নেতৃত্বগুণের প্রশংসা শোনা গেল মোদির মুখে। (Donald Trump)

Continues below advertisement

হামাসের তরফে গাজ়া-শান্তি প্রস্তাবে আংশিক সায় জানানোর পরই শনিবার সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানান মোদি। তিনি লেখেন,  ‘গাজ়ায় শান্তি ফেরানোর প্রচেষ্টায় চোখে যে অগ্রগতি চোখে পড়ছে, (তার জন্য) প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বকে স্বাগত জানাই। পণবন্দিদের মুক্তির যে ইঙ্গিত মেলেছে, তা অত্যন্ত উল্লেখযোগ্য পদক্ষেপ। ভারত দীর্ঘমেয়াদি ও ন্যায়সঙ্গত শান্তি ফেরানোর সব প্রচেষ্টাকে সমর্থন জানিয়ে যাবে। (Narendra Modi)

ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধে ইতি টেনে, গাজ়ায় শান্তি ফেরাতে সম্প্রতি যে ২০ দফার প্রস্তাব পেশ করেন ট্রাম্প, গোড়াতেই তাতে সমর্থন জানান মোদি। গাজ়ায় শান্তি ফেরাতে ট্রাম্প যে চেষ্টা করছেন, তা নিয়ে পাশে থাকার বার্তাও দেন। মোদির সমর্থন পেয়ে বেশি কিছু না বললেও, পোস্টটি নিজের হ্য়ান্ডল থেকে রিপোস্ট করেন ট্রাম্প। সেই আবহেই এবার ট্রাম্পের নেতৃত্বগুণের প্রশংসা করলেন মোদি। (Gaza Peace Plan)

Continues below advertisement

ট্রাম্প এবং মোদির মধ্যে বরাবরই সুসম্পর্ক ছিল। কিন্তু চলতি বছরে, দ্বিতীয় বারের জন্য ট্রাম্প আমেরিকার মসনদে বসার পর থেকে সেই সম্পর্ক কিছুটা হলেও টাল খেয়েছে। ভারতীয় অভিবাসীদের শিকল পরিয়ে ফেরত পাঠানো হোক, বা বারত সম্পর্কে বিরূপ মন্তব্য, বার বার দিল্লির অস্বস্তি বাড়ান ট্রাম্প। বাণিজ্যশুল্ক নিয়ে টানাপোড়েনের জেরেও ধাক্কা খায় তাঁদের বোঝাপড়া। মোদির প্রশংসাবাক্যে কি এবার প্রসন্ন হবেন ট্রাম্প? উঠছে প্রশ্ন। 

গাজ়ায় শান্তি প্রস্তাবের কিছুটা অংশই এখনও পর্যন্ত মেনে নিয়েছে হামাস। ইজরায়েলি বন্দিদের মুক্তি দেবে তারা। গাজ়ার শাসনকার্যেও কোনও রকম হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে। তবে অস্ত্র ত্যাগ করবে কি না, তা এখনও স্পষ্ট নয়। প্রস্তাবের বাকি শর্তগুলি নিয়ে আলাপ-আলোচনা চায় তারা। দু’বছরের বেশি সময় পর এবার গাজ়ায় শান্তি ফিরতে চলেছে বলে আশাবাদী আন্তর্জাতিক মহল।