নিউ দিল্লি : গ্রামাঞ্চলে দ্রুত করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। এনিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই পরিস্থিতিতে তিনি দেশবাসীর উদ্দেশে মাস্ক পরা ও শারীরিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান। 


প্রধানমন্ত্রী বলেন, "আমি করোনা নিয়ে আপনাদের সতর্ক করছি। গ্রামীণ এলাকায় এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। প্রত্যেক সরকার এটাকে রোখার চেষ্টা করছে। কিন্তু এই লড়াইয়ে জিততে গ্রামবাসীর সচেতনতা, পঞ্চায়েতরাজ ব্যবস্থার সহযোগিতা প্রয়োজন। আপনারা কখনোই দেশকে হতাশ করেননি। আশা করছি, এবারও নিজেকে ও নিজের পরিবারকে করোনা থেকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ঠিক করে এবং নিয়মিত মাস্ক পরা প্রয়োজন।"


এর পাশাপাশি তিনি আশ্বস্ত করে বলেন, করোনা মোকাবিলায় সরকার "যুদ্ধকালীন তৎপরতায়" কাজ করছে । নতুন হাসপাতাল ও অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট স্থাপন করছে। ওষুধ ও ভ্যাকসিন সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে।


আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অষ্টম ধাপের টাকা রিলিজের অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি কৃষকদের উদ্দেশে "অদৃশ্য শত্রুর"(করোনা) বিরুদ্ধে সতর্ক থাকার আর্জি জানান। বলেন, সময়ে ওষুধ নিন। যদি কোনও উপসর্গ দেখা দেয় তাহলে মাস্ক পরুন, শারীরিক দূরত্ব বজায় রাখুন এবং পরীক্ষা করান। ঠান্ডা লাগা বা জ্বর এলে সেটাকে হাল্কাভাবে নেবেন না। পরীক্ষা করান, নিজেকে আইসোলেট করুন।


এদিকে ভ্যাকসিন নেওয়ার পরও কেউ কেউ সংক্রমিত হচ্ছেন। এমন খবর সামনে আসছে। এপ্রসঙ্গে সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, কোভিডের বিধি ভুললে চলবে না। 


প্রসঙ্গত, দেশের করোনা পরিস্থিতি ভয়ংকর। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৪৩ হাজার ১৪৪ জন। এনিয়ে টানা ২২ দিন ৩ লক্ষর বেশি সংক্রমণ হল। মোট আক্রান্তের সংখ্যা ২.৪ কোটি। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার জনের। এনিয়ে দেশে মোট মৃত ২ লক্ষ ৬২ হাজার ৩১৭। এই পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে সর্বত্র।