রামমন্দির নির্মাণের কাজ শেষ। ২০২৪ সালের ২২ জানুয়ারি অভিষেক অনুষ্ঠানের পরও চলেছে মন্দির নির্মাণের কাজ। অবশেষে বিবাহ পঞ্চমীর পুণ্য তিথিতে ধ্বজা উত্তোলন করা হল । আরতি করলেন রামলালার। পাশে সর্বক্ষণের সঙ্গী হিসেবে রিলেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত। এদিন বহু সাধু-সন্ন্যাসী ও গুণীজনের উপস্থিতিতে ধ্বজা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ফের একবার দিলেন বিকশিত ভারত গড়ার বার্তা। বললেন, 'এই ধ্বজা ভারতীয় সভ্যতার পুনর্জাগরণের ধ্বজা'। বললেন রামের আদর্শে চলে আগামী ২০৪৭ এর মধ্যে পূরণ করতে হবে বিকশিত ভারত গড়ার স্বপ্ন। এখন দেশকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে গড়ে তুলতে হবে।
রাম মন্দিরের শিখরে এই গৈরিক পতাকাকে উন্নতির দিশা হিসেবে বর্ণনা করলেন। বললেন, ৫০০ বছরের প্রতীক্ষার অবসান হল । দীর্ঘ সময়ের ক্ষতে প্রলেপ লাগল আজ। আজ সম্পূর্ণ ভারত, সারা বিশ্ব রামময়। এই ধ্বজা ভারতীয় সভ্যতার পুনর্জাগরণের ধ্বজা। সহস্র শতাব্দী পর্যন্ত এই ধর্মধ্বজা সত্যের ও জয়ের প্রতীক। মোদির কথায়, সত্যই ব্রহ্মের স্বরূপ, সত্যেই ধর্মস্থাপিত হয়। বিভেদ, পীড়া, সঙ্কট থেকে মুক্তির প্রতীক এই ধর্মধ্বজা। এই ধ্বজার কথা বলতে গিয়ে তিনি রাম আদর্শের প্রসঙ্গ টেনে আনেন। বলেন, দেশকে বিকশিত ভারতের পথে নিয়ে যেতে গেলে রামকেই অনুসরণ করতে হবে। অযোধ্যার রাম মন্দির থেকে জোর গলায় প্রধানমন্ত্রী বলেন, 'আমরা এমন সমাজ বানাব, যেখানে গরিব, দুঃখী না থাকে' । তিনি, আরও বলেন, 'মন্দিরে আসতে না পারলে দূর থেকে ধ্বজা প্রণাম করলেই সমান পুণ্য হবে। 'সম্পূর্ণ বিশ্বের কোটি কোটি রামভক্তকে শুভকামনা জানাই'।
রামমন্দির, রামের আদর্শ, গৈরিক ধ্বজার মাহাত্ম্যর সঙ্গে প্রধানমন্ত্রী জুড়ে দেন বিকশিত ভারতের স্বপ্নের কথা। বলেনস 'আমাদের রাম বিভেদ নয়, ভাবনায় যুক্ত করেছেন। গত ১১ বছরে মহিলা, দলিত, আদিবাসী-সহ সব শ্রেণিকে উন্নয়নের কেন্দ্রে রাখা হয়েছে।সবার প্রচেষ্টাতেই ২০৪৭ সাল পর্যন্ত বিকশিত ভারতের নির্মাণ করেতই হবে। আমাদের বর্তমানের সঙ্গে ভবিষ্যতের ভাবনাও ভাবতে হবে। ' তিনি বলেন, 'আমরা যখন ছিলাম না, দেশ তখনও ছিল, যখন থাকব না, তখনও দেশ থাকবে। আগামী দশক, আগামী প্রজন্মের জন্য আমাদের ভাবতেই হবে। 'মনে রাখতে হবে, রাম মানেই আদর্শ, রাম মানেই মর্যাদা। রাম শুধু এক ব্যক্তি নয়, এক মর্যাদা, এক মূল্যবোধ। '২০৪৭-এ ভারতকে বিকশিত ভারত তৈরি করতে হলে রামকে অনুসরণ করতে হবে। এই সংকল্পের জন্য এর চেয়ে ঐতিহাসিক দিন আর কী হতে পারে?'
লোকসভা ভোটের ঠিক আগে, অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার ২০২৬ সালের নভেম্বর মাসে, মঙ্গলবার রাম মন্দিরে ধ্বজা উত্তোলন করলেন তিনি। ১৬১ ফুটের মূল মন্দিরের উপর একটি ৪২ ফুটের ধ্বজ দণ্ড লাগানো হয়েছে। পতাকাটি হবে ২২ ফুট লম্বা এবং ১১ ফুট চওড়া। পতাকায় রয়েছে কাঞ্চন ফুল গাছ, ওঙ্কার চিহ্ন এবং সূর্যের ছবি। এই প্রতিটি প্রতীকেরই আলাদা আলাদা গুরুত্ব আছে, যা বর্ণনা করেন তিনি।