গুয়াহাটি: দু ম্য়াচের টেস্ট সিরিজে এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) প্রথম টেস্টে এগিয়ে রয়েছে। কলকাতা টেস্টে জয় ছিনিয়ে নিয়েছিল প্রোটিয়া শিবির। গুয়াহাটি টেস্টেও (Guwahati Test) যদি প্রোটিয়া শিবির জয় ছিনিয়ে নেয়, তাহলে ইতিহাস গড়বে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। বর্ষাপাড়া স্টেডিয়ামেও যদি দক্ষিণ আফ্রিকা জেতে, তাহলে ভারতের মাটিতে ২৬ বছর পর টেস্ট সিরিজ জয়ের নজির গড়বে দক্ষিণ আফ্রিকা।
শেষবার ১৯৯৯ সালে দক্ষিণ আফ্রিকা ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল। সেই সিরিজে হ্য়ান্সি ক্রোনিয়ের নেতৃত্বে জয় ছিনিয়ে নিয়েছিল প্রোটিয়া শিবির। সেই সিরিজে প্রথম টেস্টে ওয়াংখেড়েতে ৪ উইকেটে ম্য়াচ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। এরপর বেঙ্গালুরু টেস্টে ইনিংস ও ৭১ রানে জয় ছিনিয়ে নেয় তারা। সেই সময় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন সচিন তেন্ডুলকর।
সেই সিরিজে ভারত ০-২ ব্যবধানে হারলেও সচিন তেন্ডুলকরকে প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছিলেন। প্রথম টেস্টে প্রথম ইনিংসে ৯৭ ও দ্বিতীয় ইনিংসে ৮ রান করেছিলেন সচিন। বেঙ্গালুরু টেস্টে দুই ইনিংসে যথাক্রমে ২১ ও ২০ রান করেছিলেন মাস্টার ব্লাস্টার।
উল্লেখ্য, সোমবার নির্ধারিত সময়ের চেয়ে খানিক আগেই ম্যাচ শেষ করে দিতে হয় আম্পায়ারদের। পর্যাপ্ত আলো না থাকায়। কৃত্রিম আলো জ্বালিয়েও খেলা চালানো যায়নি। গুয়াহাটি টেস্ট এখন দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রণে। এখান থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে লড়াই করে ম্যাচ বাঁচানোই ভারতের সামনে সবচেয়ে বড় পরীক্ষা।
সেই পিচেই সোমবার গতির আগুন ছোটালেন দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো জানসেন। ৬ উইকেট নিয়ে তছনছ করে দিলেন ভারতের ব্যাটিং। ভারতের প্রথম ইনিংস গুটিয়ে গেল মাত্র ২০১ রানে। তবে ভারতকে ফলো অন করায়নি দক্ষিণ আফ্রিকা। নিজেরা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে। তৃতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের স্কোর ২৬/০। সব মিলিয়ে ৩১৪ রানে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। রবিবার যে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোর স্বপ্ন দেখছিল ভারত, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে সেই ম্যাচই বাঁচানোর লড়াই ঋষভ পন্থদের।
গুয়াহাটির যে পিচে উইকেটের জন্য ভারতীয় বোলাররা মাথা কুটে মরেছেন, সেই পিচে গতি ও অতিরিক্ত বাউন্সের জোড়া অস্ত্রে ভারতীয় ব্যাটিংকে নাকানিচোবানি খাওয়ালেন বাঁহাতি পেসার মার্কো জানসেন। মাত্র ৪৮ রানে ৬ উইকেট নিলেন তিনি।