জিতেন্দ্র লিখেছেন, ‘আরেকটা পুরস্কার, প্রত্যেক ভারতীয়র জন্য আরেকটা গর্বের মুহূর্ত। কারণ, প্রধানমন্ত্রী মোদীর অভিনব ও দূরদর্শী উদ্যোগ বিশ্বে সমাদৃত হচ্ছে।’
২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর যে প্রকল্পগুলি চালু করেছিলেন মোদী, তার মধ্যে অন্যতম ছিল এই স্বচ্ছ ভারত অভিযান। সে বছর ২ অক্টোবর মহাত্মা গাঁধীর জন্মবার্ষিকীতে চালু করা হয়েছিল এই প্রকল্প। লক্ষ্য ছিল পরবর্তী ৫ বছরের মধ্যে দেশ জুড়ে ৯ কোটি শৌচাগার নির্মাণ করা, যাতে খোলা জায়গায় আর কোনও ভারতবাসীকে শৌচকর্ম করতে না হয়। নরেন্দ্র মোদীকে এই প্রকল্পের রূপায়কারী হিসেবেই পুরস্কৃত করছে গেটস-এর সংস্থা।
তবে এর আগেও নরেন্দ্র মোদীর বিভিন্ন প্রকল্পের প্রশংসা শোনা গিয়েছে বিল গেটসের মুখে। চলতি বছরের শুরুতে বিল গেটস নরেন্দ্র মোদীর স্বাস্থ্য প্রকল্প 'আয়ুষ্মান ভারত'-এর ভুয়সী প্রশংসা করেছিলেন। এই প্রকল্পের অধীনে ১০ কোটি মানুষের স্বাস্থ্য পরিষেবা পাওয়ার কথা। ২০১৮ সালের মে মাসে মোদীর আধার প্রকল্পেরও প্রশংসা করেছিলেন বিল গেটস।