নয়াদিল্লি: বিশেষ সম্মান পেতে চলেছেন নরেন্দ্র মোদী। স্বচ্ছ ভারত অভিযানের জন্য ভারতীয় প্রধানমন্ত্রীকে পুরস্কত করতে চলেছে মাইক্রোসফট কর্পোরেশনের প্রতিষ্ঠাতা বিল গেটস ও তাঁর স্ত্রী মেলিন্ডা গেটসের সংস্থা ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’। সোমবার এই খবর জানান প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ।

জিতেন্দ্র লিখেছেন, ‘আরেকটা পুরস্কার, প্রত্যেক ভারতীয়র জন্য আরেকটা গর্বের মুহূর্ত। কারণ, প্রধানমন্ত্রী মোদীর অভিনব ও দূরদর্শী উদ্যোগ বিশ্বে সমাদৃত হচ্ছে।’

২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর যে প্রকল্পগুলি চালু করেছিলেন মোদী, তার মধ্যে অন্যতম ছিল এই স্বচ্ছ ভারত অভিযান। সে বছর ২ অক্টোবর মহাত্মা গাঁধীর জন্মবার্ষিকীতে চালু করা হয়েছিল এই প্রকল্প। লক্ষ্য ছিল পরবর্তী ৫ বছরের মধ্যে দেশ জুড়ে ৯ কোটি শৌচাগার নির্মাণ করা, যাতে খোলা জায়গায় আর কোনও ভারতবাসীকে শৌচকর্ম করতে না হয়। নরেন্দ্র মোদীকে এই প্রকল্পের রূপায়কারী হিসেবেই পুরস্কৃত করছে গেটস-এর সংস্থা।



তবে এর আগেও নরেন্দ্র মোদীর বিভিন্ন প্রকল্পের প্রশংসা শোনা গিয়েছে বিল গেটসের মুখে। চলতি বছরের শুরুতে বিল গেটস নরেন্দ্র মোদীর স্বাস্থ্য প্রকল্প 'আয়ুষ্মান ভারত'-এর ভুয়সী প্রশংসা করেছিলেন। এই প্রকল্পের অধীনে ১০ কোটি মানুষের স্বাস্থ্য পরিষেবা পাওয়ার কথা। ২০১৮ সালের মে মাসে মোদীর আধার প্রকল্পেরও প্রশংসা করেছিলেন বিল গেটস।