নয়াদিল্লি: ইশান্ত শর্মার জন্মদিন ছিল সোমবার। ৬ ফিট ৪ ইঞ্চি উচ্চতার ভারতীয় পেসার ৩১ বছর সম্পূর্ণ করলেন। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শুরু করেছিলেন ইশান্ত। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলে। সেই বছরই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেরিয়ারের প্রথম ওয়ান ডে। পরের বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টির মঞ্চে পদার্পণ দিল্লির পেসারের।
আন্তর্জাতিক কেরিয়ারের মতো ইশান্তের প্রেমকাহিনীও বেশ চিত্তাকর্ষক। একেবারে চিত্রনাট্যের মতো।
২০১৬ সালের ১০ ডিসেম্বর ভারতের মহিলা বাস্কেটবলার প্রতিমা সিংহের সঙ্গে বিয়ে করেন ইশান্ত। পাঁচ বোনের মধ্যে সবচেয়ে ছোট প্রতিমা আন্তর্জাতিক স্তরেও দেশের প্রতিনিধিত্ব করেছেন। প্রতিমার বড় দিদি দিব্যা একবার ফাঁস করেছিলেন ইশান্তের সঙ্গে তাঁর বোনের পরিচয়পর্বের কথা।
দিব্যা জানিয়েছিলেন, ২০১৩ সালে নয়াদিল্লিতে একটি বাস্কেটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হয়ে গিয়েছিলেন ইশান্ত। সেই ম্যাচে চোট পেয়ে কোর্টের বাইরে ছিলেন প্রতিমা। স্কোরারের দায়িত্ব পালন করতে হচ্ছিল তাঁকে। ইশান্ত তাঁকে দেখে বলেছিলেন, স্কোরার বেশ সুন্দরী! ভারতীয় পেসার তখন জানতেন না যে, প্রতিমা নিজে আন্তর্জাতিক স্তরের বাস্কেটবলার।
সেই থেকে প্রতিমার সঙ্গে ইশান্তের কথাবার্তা শুরু। ঘনিষ্ঠতা তৈরি হতে দেরি হয়নি দুজনের। দিব্যা বলেছেন, ‘ইশান্ত সময় পেলেই প্রতিমার খেলা দেখতে আসত। এক বছর ধরে ওদের কথাবার্তা হতে থাকে এবং ঘনিষ্ঠতা বাড়ে।’
প্রতিমা এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, ইশান্তকে প্রথম দর্শনেই ভাল লাগে তাঁর। প্রথম আলাপের পর ইশান্ত তাঁর ম্যাচ দেখতে গিয়েছিলেন। অল্প কয়েকদিনের মধ্যেই দুজনে প্রেমের সম্পর্কে আবদ্ধ হন। ২০১৬ সালে যে সম্পর্ক পরিণতি পায়। বিয়ে করেন দুই খেলার দুই তারকা।
ইশান্ত-প্রতিমার প্রেমকাহিনী শুরু বাস্কেটবলের কোর্ট থেকে
Web Desk, ABP Ananda
Updated at:
02 Sep 2019 08:45 PM (IST)
প্রতিমা এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, ইশান্তকে প্রথম দর্শনেই ভাল লাগে তাঁর
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -