একটি ট্যুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, ১৮০০-১১-৭৮০০ নম্বরে ফোন করে, কিংবা নমো অ্যাপ বা MyGov Open Forum এ লিখে জানান আপনাদের মতামত।
২৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী 'মন কি বাত'-এ এবছর দীপাবলিতে ‘ভারত কি লক্ষ্মী’ ক্যাম্পেন শুরু করার কথা বলেন। যেসব মহিলারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে বিশেষ ভূমিকা পালন করেছেন তাঁদের সম্মান জানাতেই এই উদ্যোগ। #bharatkilaxmi হ্যাশট্যাগে দেশের মেয়েদের সাফল্যের কথা তুলে ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন,'আমাদের আশেপাশে নিশ্চয়ই এমন অনেক কন্যাই আছেন যাঁরা, মেধা বা পরিশ্রমের জোরে সমাজ, দেশ বা পরিবারকে গৌরবান্বিত করেছেন। আমরা কি এই দীপাবলিতে তাঁদের সম্মান জানানোর উদ্যোগ নিতে পারি না?'