২৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী 'মন কি বাত'-এ এবছর দীপাবলিতে ‘ভারত কি লক্ষ্মী’ ক্যাম্পেন শুরু করার কথা বলেন। যেসব মহিলারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে বিশেষ ভূমিকা পালন করেছেন তাঁদের সম্মান জানাতেই এই উদ্যোগ। #bharatkilaxmi হ্যাশট্যাগে দেশের মেয়েদের সাফল্যের কথা তুলে ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন,'আমাদের আশেপাশে নিশ্চয়ই এমন অনেক কন্যাই আছেন যাঁরা, মেধা বা পরিশ্রমের জোরে সমাজ, দেশ বা পরিবারকে গৌরবান্বিত করেছেন। আমরা কি এই দীপাবলিতে তাঁদের সম্মান জানানোর উদ্যোগ নিতে পারি না?' ২৭ শে দীপাবলি, 'মন কি বাত'-এ কী বলবেন, আইডিয়া চাইলেন মোদি
Web Desk, ABP Ananda | 15 Oct 2019 01:59 PM (IST)
একটি ট্যুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, ১৮০০-১১-৭৮০০ নম্বরে ফোন করে, কিংবা নমো অ্যাপ বা MyGov Open Forum এ লিখে জানান আপনাদের মতামত।
নয়াদিল্লি: আগামী ২৭ অক্টোবর, রবিবার, 'মন কি বাত'-এ বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেদিনই আবার দীপাবলি। এমন উৎসবের দিনে প্রধানমন্ত্রীর মুখ থেকে কী শুনতে চান দেশবাসী? সেকথা তাঁদের থেকেই জানতে চেয়েছেন মোদি। একটি ট্যুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, ১৮০০-১১-৭৮০০ নম্বরে ফোন করে, কিংবা নমো অ্যাপ বা MyGov Open Forum এ লিখে জানান আপনাদের মতামত।