নয়া দিল্লি: আস্থা আর বিশ্বাসের সঙ্গম। সমুদ্রমন্থনের উদযাপনে পুরাণের অমৃত গাথা। গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলনস্থলে পুণ্যার্থীর ভিড়। ১৪৪ বছরের অপেক্ষা শেষে আধ্যাত্মিকতার মিলনক্ষেত্র প্রয়াগরাজ। যেন ত্রিবেণী সঙ্গমে এসে মিলে গেল গোটা বিশ্ব। ১৩ জানুয়ারি পৌষ পূর্ণিমার কাকভোর থেকে শুরু হয়েছে মহাকুম্ভের পুণ্যস্নান। 

সেই মহাকুম্ভের ছবি এবার মহাকাশ থেকে তুললেন নাসার মহাকাশচারী ডন পেটি। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (আইএসএস) এ রয়েছেন। রাতের অন্ধকারে কুম্ভের সেই ঝলমলে ছবি দেখে মজেছেন সকলে। 

মহাকাশ থেকে তোলা মকাকুম্ভের সেই ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করে মহাকাশচারী ডন পেটি লেখেন, 'আইএসএস থেকে কুম্ভ মেলা ২০২৫। বিশ্বের বৃহত্তম মানব সমাবেশ তার স্বমহিমায় আলোকজ্জ্বল হয়ে আছে।'

উল্লেখ্য, ২৮ হাজার কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটি। উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা ব্যবহার করে এই ছবিটি তুলতে সক্ষম হয়েছেন মহাকাশচারী। 

আরও পড়ুন, মহাকুম্ভ থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, রাস্তাতেই মৃত্যু গোটা পরিবারের!

ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই ছবিগুলি। একজন নেটিজেনের কথায়, 'আকাশে যেমন আমরা সুপারনোভা দেখি যা লক্ষ্য লক্ষ্য তারার সমাবেশ, মহাকাশ থেকে এটিকে পৃথিবীর সুপারনোভা মনে হচ্ছে।' আরেক নেটিজেনের কথায়, বিশ্বের বৃহত্তম মানব সমাবেশ হিসাবে পরিচিত এই সমাবেশটি দেখিয়েছে বিবিধের মাঝে মিলন মহান এখানেই সম্ভব।                                                            

উল্লেখ্য, যোগী সরকার এই কুম্ভ মেলার জন্য ৪৫ দিন ২৪ ঘণ্টা বিদ্যুৎ ব্যবস্থা জারি রাখা নিশ্চিত করেছে। সেই বাবদ  ৪০০ কোটি টাকা বিনিয়োগও করেছে। ১৮২ কিলোমিটার হাই-টেনশন লাইন, ৪০ হাজার রিচার্জেবল বাল্ব, ২৭০০টি সিসি ক্যামেরাও বসিয়েছে।                      

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে