রবিবারের মন কী বাত মাসিক ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখানো রাস্তাই দেশবাসী করোনাভাইরাস মোকাবিলায় অনুসরণ করবেন বলেও দাবি করেন নড্ডা। আরেক শীর্ষ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকরও প্রধানমন্ত্রী করোনাভাইরাস সংক্রান্ত গাইডলাইন অনুসরণ করায় দেশবাসীকে সতর্ক, সচেতন থাকার আবেদন করেছেন বলে জানিয়ে আশা প্রকাশ করেন যে, তাঁর দেখানো পথই দেশবাসী অনুসরণ করবেন। জাভরেকর আরও বলেন, মানুষ শৃঙ্খলা মানলে এই অতিমারীকে দমন করা যাবে এবং প্রধানমন্ত্রী এটাই বলেছেন। প্রধানমন্ত্রী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইকে ‘জনগণ চালিত’ বলে মন্তব্য করেছেন বলেও জানান জাভরেকর।
রবিবার প্রধানমন্ত্রী ‘জনগণ দ্বারা চালিত’ কোভিড-১৯ বিরোধী লড়াইকেই এই অতিমারীকে জয় করার একমাত্র পথ বলে জানান, দেশবাসীকে বলেন, তাঁদের বসবাস বা কাজের জায়গায় করোনাভাইরাস এখনও দেখা যায়নি বলে তাঁরাও আক্রান্ত হবেন না, এমন আত্মসন্তুষ্টিতে যেন তাঁরা না ভোগেন।