নয়াদিল্লি: করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলা আগামী দিনে কোন পথে এগবে, তা নিয়ে সোমবার সকালে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলতি লকডাউন ‘ধাপে ধাপে’ তুলে নেওয়ার বিষয়টি আলোচনায় গুরুত্ব পেতে পারে বলে সূত্রের খবর। গত ৩ মে থেকে দেশে লকডাউনের দ্বিতীয় পর্ব চলছে। করোনাভাইরাস সংক্রমণের চক্র ভাঙতে সামাজিক দূরত্ব চালু করতে গত ২৫ এপ্রিল থেকে প্রথম দফার লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এটি করোনাভাইরাস অতিমারী রোখার ব্যাপারে মুখ্যমন্ত্রীদের সঙ্গে মোদির তৃতীয় ভিডিও কনফারেন্সিং হতে চলেছে।
কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকার মাসাধিক লকডাউনে সমস্যায় পড়া দেশবাসীর সুরাহায়, স্তব্ধ আর্থিক কাজকর্ম চাঙ্গা করতে নানা ক্ষেত্র, সেক্টরে অল্প অল্প করে কিছুটা নিয়মবিধি শিথিল করছে। যদিও কয়েকটি রাজ্য ইতিমধ্যেই ৩ মের পরও করোনাভাইরাসের দাপট নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে আরও কিছুদিন লকডাউন বহাল রাখার পক্ষপাতী বলে জানিয়েছে।
রবিবার সকালে এমাসের মন কি বাত অনুষ্ঠানে দেশ এখন এক যুদ্ধের মাঝখানে রয়েছে এবং দেশবাসীকে সাবধানতা, সতর্কতা অবলম্বন করে যেতে হবে বলে জানিয়েছেন। কেন্দ্র ও রাজ্যগুলির লকডাউনের কঠোর নিয়মবিধির রাশ কিছুটা আলগা করার প্রেক্ষাপটেই তিনি এই হুঁশিয়ারি দেন। বলেন, আপনাদের অতিরিক্ত আত্নবিশ্বাসী না হতে আবেদন করছি। অত্যুত্সাহী হয়ে ভেবে বসবেন না আপনার শহর, গ্রাম, এলাকা, রাস্তা বা অফিসে তো করোনাভাইরাস এখনও আসেনি। ভয়ের কিছু নেই। এমন ভুল একেবারে করবেন না। গোটা দুনিয়ার অভিজ্ঞতা আমাদের অনেক কিছু শিখিয়েছে।
কেন্দ্র চলতি লকডাউনের মধ্যেই শহর এলাকায় আবাসিক কমপ্লেক্সের আশপাশের, পাড়ার কিছু দোকানপাট খোলার অনুমতি দিয়েছে। কিন্তু বাজারের ভিতরের দোকানপাট বন্ধ থাকবে ৩ মে পর্যন্ত। গ্রামীণ এলাকায় শপিং মল ছাড়া সব দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে। শুক্রবার গভীর রাতের এক আদেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানায়, মল বন্ধ থাকলেও গ্রামীণ এলাকার বাজারগুলি বসতে পারে। যদিও কোভিড-১৯ সংক্রমিত হটস্পট ও কনটেনমেন্ট জোনে দোকানপাট খোলা, ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে অত্যাবশ্যক নয়, এমন পণ্যসামগ্রী ও মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা বহাল থাকার নির্দেশ দেওয়া হয়।
গত ১১ এপ্রিল প্রধানমন্ত্রীর সঙ্গে শেষ বৈঠকে একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা ২১ দিনের লকডাউনের মেয়াদ ১৪ এপ্রিল শেষ হওয়ার নির্ধারিত দিনের পর আরও ২ সপ্তাহ বাড়ানোর পক্ষে সওয়াল করেন। প্রধানমন্ত্রী ৩ মে পর্যন্ত লকডাউন বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করেন।
২৪ মার্চ প্রথম দফার লকডাউন ঘোষণার আগে ২০ মার্চ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের সঙ্গে কোভিড-১৯ ছড়িয়ে পড়া ঠেকানোর পন্থা-পদ্ধতি নিয়ে প্রথম মতামত বিনিময় করেন।