নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের রায়ের পর প্রতিক্রিয়া জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তাঁর ট্যুইট, দেশের সর্বোচ্চ আদালত রায় দিয়েছে। এই রায়কে কারও হার বা জিত হিসেবে দেখা উচিত নয়। রামভক্তি বা রহিমভক্তির চেয়ে ভারতভক্তির ভাবনাকে শক্তিশালী করা জরুরি। দেশবাসীর কাছে আমার আবেদন, শান্তি-সদ্ভাব-একতা বজায় রাখুন।
সুপ্রিম কোর্টের এই রায় অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ। কোনও বিবাদের মীমাংসায় আইনি প্রক্রিয়া পালন কত গুরুত্বপূর্ণ, তা বোঝাল এই রায়। প্রতি পক্ষকে নিজের কথা বলবার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে। কয়েক দশকের পুরনো মামলার সৌহার্দ্যপূর্ণ উপায়ে সমাধান হয়েছে।
এই রায় বিচারপদ্ধতির উপর মানুষের বিশ্বাস আরও মজবুত করবে। আমাদের দেশে হাজার বছরের পুরনো সৌভ্রাতৃত্বের ভাবনার সঙ্গে সাযুজ্য রেখে ১৩০ কোটির ভারতীয়কে শান্তি-সংযমের পরিচয় দিতে হবে। ভারতের শান্তিপূর্ণ সহাবস্থানের অন্তর্নিহিত ভাবনার পরিচয় দিতে হবে।
রায় প্রকাশের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, অযোধ্যা মামলার রায় প্রসঙ্গে শান্তি বজায় রাখার আবেদন বিজেপি সভাপতি অমিত শাহর। ট্যুইটারে তিনি লিখেছেন, এই রায়কে স্বাগত জানাই। এই রায়কে সম্মান জানিয়ে শান্তি-সৌহার্দ্য বজায় রাখার জন্য সমস্ত সম্প্রদায়ের কাছে আবেদন জানাচ্ছি। একতা ও ভারতের শ্রেষ্ঠত্ব বজায় রাখার সংকল্পে স্থির থাকতে হবে।
টুইটে প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীও। বলেন, সুপ্রিম কোর্টের অযোধ্যা রায় স্বাগত রাহুল গাঁধীর। প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেছেন, অযোধ্যা ইস্যুতে সুপ্রিম কোর্ট তার মতামত দিয়েছে। আদালতের এই রায়কে সম্মান জানিয়ে সবার নিজেদের মধ্যে সদ্ভাব বজায় রাখা উচিত। এটা সব ভারতবাসীর মধ্যে সম্প্রীতি, বন্ধুত্ব, বিশ্বাস, প্রেম-ভালবাসা বজায় রাখার সময়।
প্রসঙ্গত, শনিবার সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলার রায় ঘোষণা হয়। শীর্ষ আদালত জানিয়ে দেয়, অযোধ্যার বিতর্কিত জমি রামলালার। সুন্নি ওয়াকফ বোর্ডকে অযোধ্যায় অধিগৃহীত জমিতেই ৫ একর জমি দেওয়া হোক। রায়ে জানাল সুপ্রিম কোর্ট। ট্রাস্ট গঠন করে তিনমাসের মধ্যে সরকারকে মন্দির তৈরির পরিকল্পনা চূড়ান্ত করার নির্দেশ।