LIVE UPDATES দিল্লি হিংসা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮, তদন্তে ২টি পৃথক সিট গঠন পুলিশের, 'পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে', দাবি রাজনাথের

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 27 Feb 2020 07:58 PM
দিল্লি হিংসায় মৃতের সংখ্যা বেড়ে হল ৩৮

তদন্তে ২টি সিট গঠন দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের




উত্তর-পূর্ব দিল্লির হিংসার তদন্তে দুটি পৃথক সিট গঠন করল দিল্লি পুলিশের অপরাধদমন শাখা। ডিসিপি জয় তিরকে ও ডিসিপি রাজেশ দেওর নেতৃত্বে দুটি পৃথক স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) বা বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। এই দুই টিমের ওপর তদারকি করবেন অতিরিক্ত কমিশনার (অপরাধ) বি কে সিংহ।
মৃত্যু বেড়ে ৩৭, 'পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে', দাবি রাজনাথের




দিল্লির পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এমনটাই দাবি করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। বৃহস্পতিবার, দিল্লির যুগ্ম কমিশনার(ট্রাফিক) নরেন্দ্র সিংহ বুন্দেলা জানান, উত্তর-পূর্ব দিল্লির আইনশৃঙ্খলার পরিস্থিতি ও ট্রাফিকের অবস্থা -- দুটিই স্বাভাবিক। তিনি বলেন, এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ও শান্ত। আমরা সকল সম্প্রদায়ের সঙ্গে কথা বলেছি। সকলের কাছে আবেদন রেখেছি শান্তি প্রক্রিয়া বজায় রাখার। রাস্তা পরিষ্কার করে দেওয়া হয়েছে। সেখানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তিনি জানান, মানুষ ধীরে ধীরে বাড়ি থেকে বেরিয়ে নিত্যপ্রয়োজনীয় কাজ করছেন। বাজার খুলেছে। তবে, সকলকে আবেদন করা হয়েছে, জটলা না তৈরি করতে।
এদিকে, সূত্রের খবর, দিল্লি-হিংসায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭। এখনও পর্যন্ত পুলিশ ১৮টি এফআইআর দায়ের করেছে। গ্রেফতার করা হয়েছে ১০৬ জনকে।
উত্তর-পূর্ব দিল্লি সহ একাধিক এলাকায় আগামী ২৮ ও ২৯ তারিখ হতে চলা দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল সিবিএসই। পরীক্ষার পরবর্তী তারিখ পরে ঘোষণা করা হবে।


দিল্লি সরকারের 'ফরিস্তে' প্রকল্পের আওতায় হিংসায় আহতরা বেসরকারি হাসপাতালে নিখরচায় চিকিৎসা করাতে পারবেন। একইসঙ্গে, নিহতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল।

দিল্লি হিংসার মামলার শুনানি হল দিল্লি হাইকোর্টে। এদিন আদালতকে দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে, সমস্ত ভিডিও দেখা হচ্ছে। প্ররোচনামূলক মন্তব্যের অভিযোগে বিজেপি নেতা কপিল মিশ্র-সহ বাকিদের বিরুদ্ধে এখনই কোনও এফআইআর দায়ের করা ঠিক হবে না। কারণ এই মুহূর্তে তা শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় খুব সহায়ক হবে না।এই মামলায় এখনও পর্যন্ত ৪৮ এফআইআর দায়ের করা হয়েছে।
হাইকোর্ট এই মামলায় চার সপ্তাহের মধ্যে কেন্দ্র সরকারকে জবাব দিতে বলেছে। এই মামলার পরবর্তী শুনানি ১৩ এপ্রিল হবে।
আজ এই মামলার শুনানি চলাকালে দিল্লি পুলিশের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, পিটিশনার তিনটি ভাষণকে প্ররোচনামূলক বলে বেছে নিয়েছেন। কিন্তু এধরনের আরও অনেক মন্তব্য রয়েছে। তিনি এই মামলায় কেন্দ্রকে পক্ষ করারও আর্জি জানান।





দিল্লির হিংসার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবিতে হায়দরাবাদে বিক্ষোভ সিপিআই কর্মী-সমর্থকদের। কুশপুতুল পোড়ানোর চেষ্টায় বাধা পুলিশের। বিক্ষোভকারীদের আটক করল পুলিশ।
হিংসার ঘটনা নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল। বৈঠকে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া, মন্ত্রী কৈলাশ গেহলট ও অন্যান্য আধিকারিকরা। সংঘর্ষ কবলিত এলাকায় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দিল্লির হিংসার ঘটনা নিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে স্মারকলিপি জমা দেওয়ার পর প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ বলেছেন, ‘রাজধর্ম’ রক্ষা করতে নিজের ক্ষমতা প্রয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে আর্জি জানিয়েছে কংগ্রেস প্রতিনিধি দল। কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী বলেছেন, নাগরিকদের জীবন, স্বাধীনতা ও সম্পত্তি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে রাষ্ট্রপতির কাছে আর্জি জানিয়েছি। হিংসা মোকাবিলায় ব্যর্থতার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে দেওয়ারও দাবি জানিয়েছি।
দিল্লি হিংসার ঘটনায় স্মারকলিপি জমা দিতে রাষ্ট্রপতি ভবনে গেলেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গাঁধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও দলের অন্যান্য শীর্ষ নেতারা।
দিল্লি-হিংসা নিয়ে আদালতের নির্দেশের ১৮ ঘণ্টা পরেও চার বিজেপি নেতার বিরুদ্ধে দায়ের হয়নি এফআইআর। খবর সূত্রের। আজ দুপুর ২টোয় দিল্লি হাইকোর্টে হিংসা-মামলার শুনানি। বিজেপির চার নেতা অনুরাগ ঠাকুর, কপিল মিশ্র, প্রবেশ বর্মা ও অজয় বর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে কিনা, আদালতে আজ জানাতে হবে দিল্লি পুলিশকে। গতকালের শুনানিতে আদালত উস্কানিমূলক বক্তব্যের জন্য ওই নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়েরের জন্য দিল্লির পুলিশ কমিশনারকে নির্দেশ দেয়। ওই চার নেতার উস্কানিমূলক বক্তব্যের ভিডিও গতকাল আদালতে পেশ করা হয়। সূত্রের খবর, আদালতের নির্দেশের ১৮ ঘণ্টা পরেও চার নেতার বিরুদ্ধে দায়ের হয়নি এফআইআর।
দিল্লি-হিংসার প্রেক্ষিতে আজ রাষ্ট্রপতির কাছে সনিয়া গাঁধী। দিল্লিতে দলের সদর দফতর থেকে মিছিল করে রাষ্ট্রপতি ভবনে যাবেন কংগ্রেসের শীর্ষ নেতারা। থাকবেন প্রিয়ঙ্কাও। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে স্মারকলিপি জমা দেবে কংগ্রেসের প্রতিনিধিদল। গতকাল দিল্লি-হিংসা নিয়ে বৈঠকে বসে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ভূমিকার কড়া সমালোচনা করেন সনিয়া।

প্রেক্ষাপট

নয়াদিল্লি: রাজধানীতে সিএএ নিয়ে হিংসার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪। গত কয়েকদিনের হিংসায় আহতদের মধ্যে হাসপাতালে আরও ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। প্রায় ৫০ পুলিশ কর্মী সহ  আহতের সংখ্যা দুশো ছাড়িয়েছে। এদের মধ্যে গুলিবিদ্ধ ৭০ জন। যদিও রাত থেকে নতুন করে হিংসার কোনও খবর নেই। তবে আজও থমথমে দিল্লি। গতকাল হিংসা কবলিত উত্তর-পূর্ব দিল্লির বিভিন্ন এলাকা ঘুরে দেখেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবালল। রাতে মৌজপুরে ফ্ল্যাগ মার্চ করে সিআরপিএফ।

গত মঙ্গলবার উত্তর-পূর্ব দিল্লি চাঁদবাগ, ভজনপুর, গোকুলপুরী, মৌজপুর, কর্দমপুরী ও জাফরাবাদে ব্যাপক হিংসাত্মক ঘটনা ঘটে। এর আগে গত রবিবার ও  সোমবারও সংঘর্ষের ঘটনা ঘটেছিল। গতকাল বুধবার কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জিটিবি হাসপাতালের এক আধিকারিক জানিয়েছেন, সংঘর্ষে ঘটনায় আহতদের আঘাত বিভিন্ন ধরনের। তাঁদের কেউ কেউ গুলিবিদ্ধ হয়েছেন, কেউ পাথর বা অন্যান্য হাতিয়ারে আহত হয়েছেন।

হিংসার ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত বিভিন্ন থানায় ১৮ টি এফআইআর দায়ের করেছে। সংঘর্ষের ঘটনায় যেসব জড়িতদের চিহ্নিত করা হয়েছে, তাদের মধ্যে ১০৬ জনকে গ্রেফতার করা হয়েছে। দিল্লি পুলিশের পক্ষ থেকে বুধবার সন্ধেয় এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য দেওয়া হয়েছে। অন্যান্য দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যপ্রমাণের সাহায্যে দুষ্কৃতীদের চিহ্নিত করা ধরপাকড়ের জন্য অভিযান চলছে। খুব শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে।

সংঘর্ষজনিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিল্লির উত্তর-পূর্ব এলাকায় নিরাপত্তা বাহনী মোতায়েন রয়েছে। রাজধানীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দায়িত্ব জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে দেওয়া হয়েছে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.