ভবিষ্যৎ যুদ্ধ আরও ‘জটিল’ হবে, আগাম প্রস্তুতি প্রয়োজন: সেনাপ্রধান

Continues below advertisement

নয়াদিল্লি: ভবিষ্যতের যুদ্ধ আরও ‘জটিল’, ‘হাইব্রিড’ হবে।  প্রচলিত পন্থার পাশাপাশি লড়াই চলবে অপ্রচলিত ক্ষেত্রেও। ফলে পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলার জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে। বাড়াতে হবে বাহিনীর সক্ষমতা। এমনটাই মনে করেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।

Continues below advertisement

তিনি জানান, ভূখণ্ডের চরিত্র পরিবর্তন হচ্ছে। ফলে, যুদ্ধট্যাঙ্ক সহ সামরিক আর্মার্ড ভেহিকলসের ক্ষমতা ও শক্তি থাকতে হবে দেশের পশ্চিম ও উত্তর প্রান্তের সীমান্তে যাতে তা অনায়াসে ব্যবহারযোগ্য হয়ে ওঠে।

একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সেনাপ্রধান বলেন, ভবিষ্যতের রণভূমি জটিল হবে। প্রচলিত প্রেক্ষাপটে লড়াইয়ের পাশাপাশি অপ্রচলিত ক্ষেত্রের জন্যও বাহিনীকে তৈরি থাকতে হবে। এড়িয়ে গেলে চলবে না। হতে পারে, দুই ক্ষেত্রেই সামান্তরাল যুদ্ধ হবে।

জেনারেল রাওয়াতের মতে, ভবিষ্যতে যুদ্ধনীতির ধরণও পাল্টাবে। বর্তমানের তুলনায় ‘হাইব্রিড’ হবে। সেখানে, প্রচলিত রণক্ষেত্রে লড়াইয়ের পাশাপাশি মহাকাশ, সাইবার যুদ্ধও হবে। একইধারে তথ্যের লড়াইও হবে পুরোদমে।

তেমন পরিস্থিতির জন্য তৈরি থাকতে সবার আগে প্রয়োজন সেইসব অস্ত্র, সরঞ্জাম এবং প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়া, তা বোঝা এবং করায়ত্ত করা। যা দিয়ে ভবিষ্যৎ যুদ্ধনীতি তৈরি হবে এবং শত্রুনীতির মোকাবিলা করা হবে।

সেনাপ্রধান জানান, থর মরুভূমির একাংশ কঠিন হচ্ছে। নতুন নালা তৈরি হচ্ছে। অনুর্বর জমি সবুজ হচ্ছে। জনসংখ্যা বাড়ছে। একইসঙ্গে বৃদ্ধি পাচ্ছে সেনার চ্যালেঞ্জ। তাঁর মতে, ওই নালার ওপর এমন সেতু নির্মাণ করতে হবে, যাতে তাঁর ওপর দিয়ে ভারী সামরিক যান যেমন ট্যাঙ্ক যাতায়াত করতে পারে।

রাওয়াত বলেন, এই সময়ে আমাদের কোনও ভুল করা চলবে না। আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে, কী চাই, আমাদের কী শক্তি, আমরা কী অর্জন করতে চাই। দিন হোক বা রাত, সবসময় বাহিনী যাতে সচল থাকতে পারে, সেই সমক্ষতা প্রয়োজন।

Continues below advertisement
Sponsored Links by Taboola