ট্রেন্ডিং

মেমারিতে বাবা-মাকে খুনের পর, সন্ধেয় বনগাঁয় এসে হামলার অভিযোগ, এলোপাথাড়ি কোপে জখম ৪ জন

ধৃত বাংলাদেশি নাগরিক আজাদ শেখ সম্পর্কে চাঞ্চল্য়কর তথ্য়

উইকেন্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বইবে ঝোড়ো হাওয়া, উত্তাল হতে পারে সমুদ্র

পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে ED-র হাতে এল সাড়ে ৩০০ পাসপোর্টের তথ্য

বর্ষা এলেই শুরু হয় বাঁধের ভাঙন,দুর্যোগের আশঙ্কায় নামখানা ব্লকের বিভিন্নএলাকার বাসিন্দারা
অপারেশন সিঁদুরের পর প্রথমবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, আলিপুরদুয়ারে জনসভা করবেন তিনি
সপ্তম শতকের চিন্তাভাবনা চাপিয়ে দেওয়ার চেষ্টা, জাকিরের ভাষণ 'বিপজ্জনক': তসলিমা
Continues below advertisement

নয়াদিল্লি: ২১ শতকে এসে সপ্তম শতকের ভাবনার কথা বলছেন জাকির নায়েক। এমনই মন্তব্য করলেন বাংলাদেশি সাহিত্যিক তসলিমা নাসরিন।
টুইটারে তসলিমা লেখেন জাকির নায়েকের বক্তৃতা শুনেছেন তিনি। কোরানের উল্লেখ করে জোর করে নিজের বক্তব্যের যৌক্তিকতা আরোপ করার চেষ্টা করছেন নায়েক। নায়েকের ভাষণগুলি 'বিপজ্জনক' বলে মন্তব্য করেছেন তসলিমা। তিনি বলেন, ২১ শতকে এসে সপ্তম শতকের চিন্তাভাবনা চাপিয়ে দেওয়ার কথা বলছেন নায়েক।
বাংলাদেশে পিস টিভির নিষিদ্ধ করা নিয়েও টুইট করেছেন তসলিমা। তিনি বলেন, পিস টিভি নিষিদ্ধ করে সন্ত্রাসবাদী হওয়া আটকানো যাবে না।
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে