সপ্তম শতকের চিন্তাভাবনা চাপিয়ে দেওয়ার চেষ্টা, জাকিরের ভাষণ 'বিপজ্জনক': তসলিমা

Continues below advertisement
নয়াদিল্লি: ২১ শতকে এসে সপ্তম শতকের ভাবনার কথা বলছেন জাকির নায়েক। এমনই মন্তব্য করলেন বাংলাদেশি সাহিত্যিক তসলিমা নাসরিন। টুইটারে তসলিমা লেখেন জাকির নায়েকের বক্তৃতা শুনেছেন তিনি। কোরানের উল্লেখ করে জোর করে নিজের বক্তব্যের যৌক্তিকতা আরোপ করার চেষ্টা করছেন নায়েক। নায়েকের ভাষণগুলি 'বিপজ্জনক' বলে মন্তব্য করেছেন তসলিমা। তিনি বলেন, ২১ শতকে এসে সপ্তম শতকের চিন্তাভাবনা চাপিয়ে দেওয়ার কথা বলছেন নায়েক।
বাংলাদেশে পিস টিভির নিষিদ্ধ করা নিয়েও টুইট করেছেন তসলিমা। তিনি বলেন, পিস টিভি নিষিদ্ধ করে সন্ত্রাসবাদী হওয়া আটকানো যাবে না।
Continues below advertisement
Sponsored Links by Taboola