ডিসেম্বরে আনন্দ পিরামলকে বিয়ে করছেন মুকেশ অম্বানি কন্যা ঈশা
নয়াদিল্লি: এ বছরের শেষেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন মুকেশ অম্বানী এবং নীতা অম্বানীর মেয়ে ঈশা। সূত্রের খবর, ডিসেম্বরেই তাঁর বিয়ে। পাত্র রিয়েল এস্টেট সংস্থা পিরামল রিয়েলটির মালিক আনন্দ পিরামল। কয়েকদিন আগেই, মুকেশ-পুত্র আকাশের সঙ্গে হিরে ব্যবসায়ী রাসেল মেটার কন্যা স্লোকার বাগদান সম্পন্ন হয়। তাঁদের বিয়েও ডিসেম্বরে হওয়ার কথা। ঈশা হলেন আকাশের যমজ বোন।
সূত্রের খবর, আনন্দ ও ঈশা দীর্ঘদিনের বন্ধু। দুই পরিবারের বন্ধুত্বের বয়সও প্রায় ৪০ বছরের। পিরামল রিয়্যালটির প্রতষ্ঠাতা হলেন আনন্দ। তার আগে, তিনি গ্রামীণ স্বাস্থ্য প্রকল্প পিরামল স্বাস্থ্য প্রতিষ্ঠা করেছিলেন। এর পাশাপাশি, তিনি পিরামল গোষ্ঠীর একজিকিউটিভ ডিরেক্টর। অন্যদিকে, ঈশা রিলায়েন্স জিও ও রিলায়েন্স রিটেলের বোর্ড অফ ডিরেক্টর্সে রয়েছেন। শোনা গিয়েছে, সম্প্রতি মহাবলেশ্বরের একটি মন্দিরে ঈশাকে বিয়ের প্রস্তাব দেন আনন্দ।
ঈশা প্রস্তাবে রাজি হওয়ায় দুই পরিবারের সদস্যরা একসঙ্গে মধ্যাহ্নভোজন করেন। সেখানে উপস্থিত ছিলেন ঈশার ঠাকুমা তথা মুকেশ অম্বানির মা কোকিলাবেন অম্বানি, পূর্ণিমাবেন দালাল এবং ঈশার দুই ভাই-- আকাশ ও অনন্ত।