নয়াদিল্লি: চতুর্থবারের জন্য নমুনা পরীক্ষা আর, আর এবারও করোনা পজিটিভ বলিউড গায়িকা কণিকা কপূর। সঞ্জয় গাঁধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউশন অ্যান্ড মেডিক্যালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত কণিকা চতুর্থ বার কোভিড-১৯ পজিটিভ হওয়ায় স্বাভাবিকভাবেই চিন্তিত তাঁর পরিবার।



পড়ুন: ইমরানের করোনাভাইরাস হওয়ার খবর ঘিরে আলোড়ন, সত্যতা খারিজ করল পাক সরকার


৯ মার্চ লন্ডন থেকে দেশে ফেরেন কণিকা। এরপর দিল্লি হয়ে কানপুর ও লখনউও যান তিনি। এরপর জ্বর, সর্দিতে আক্রান্ত হলে কণিকা ডাক্তার দেখান। তারপরই করোনা সন্দেহে তাঁকে কোয়ারেন্টিন করা হয়। ২০ মার্চ হাসপাতালে নিয়ে আসা হয় বলিউড গায়িকাকে। এরপর থেকে চার বার তাঁর নমুনা পরীক্ষা হয় এবং প্রত্যেকবারই তা পজিটিভ।


পড়ুন: করোনা যুদ্ধে ধোনির অবদান মাত্র ১ লাখ, ট্রোলড সোশ্যাল মিডিয়ায়, রুখে উঠলেন স্ত্রী সাক্ষী


তাঁর রিপোর্ট পজিটিভ আসার পর থেকেই সব মহলেই কণিকার সমালোচনা করা হয়। কেন তিনি লন্ডন থেকে এসে যত্রতত্র ঘুরে বেরিয়েছেন, সমালোচনায় মুখোর হয় ওয়াকিবহলমহল। এমনকি চিকিৎসাধীন অবস্থায় তারকা সুলভ আচরণ করাতেও চিকিৎসকের বকুনি শুনতে হয় কণিকাকে।


নাম প্রকাশে অনিচ্ছুক কণিকার পরিবারের এক সদস্য জানিয়েছেন, “রিপোর্ট এবার আমাদের চিন্তা বাড়াচ্ছে। কণিকা চিকিৎসায় সাড়া দিচ্ছে না। লকডাউনের কারণে আমরা ওকে এয়ারলিফট করে অন্যত্র চিকিৎসার বন্দোবস্তও করতে পারছি না। প্রার্থনা করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই।”