এক্সপ্লোর
চিৎকার শুনেও সাহায্যে এল না কেউ, গভীর রাতে চলন্ত ট্রেনে অভিনেত্রীর শ্লীলতাহানি
![চিৎকার শুনেও সাহায্যে এল না কেউ, গভীর রাতে চলন্ত ট্রেনে অভিনেত্রীর শ্লীলতাহানি “No One Cared,” Says Actress Sanusha Santosh Who Fought Molester On Train চিৎকার শুনেও সাহায্যে এল না কেউ, গভীর রাতে চলন্ত ট্রেনে অভিনেত্রীর শ্লীলতাহানি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/02/02083540/sanusha-santosh_650x400_71517511136.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
তিরুঅনন্তপুরম: রাত তখন একটা দশ। ট্রেনের ওপরের বার্থে শুয়ে ঘুমোচ্ছিলেন দক্ষিণী অভিনেত্রী সানুষা সন্তোষ। হঠাৎ ঠোঁটের ওপর চাপে ঘুম ভেঙে যায়। দেখেন, অচেনা একজন পাশে দাঁড়িয়ে তাঁর ঠোটের ওপর জোরে জোরে হাত ঘষছে।
ম্যাঙ্গালুরু সেন্ট্রাল থেকে তিরুঅনন্তপুরম যাওয়ার পথে মাভেলি এক্সপ্রেসে আজ ঘটেছে এই ঘটনা। এসি টু টিয়ার কোচে করে যাচ্ছিলেন ২৩ বছরের ওই অভিনেত্রী। সানুষা শক্ত করে লোকটির হাত চেপে ধরে আঙুল মুচড়ে দেন। তারপর চিৎকার করে নীচের বার্থের যাত্রীর সাহায্য চান। কিন্তু তিনি কোনও সাড়াশব্দ করেননি। সাড়া দেননি অন্য যাত্রীরাও। শেষে এগিয়ে আসেন তাঁর ছবির চিত্রনাট্যকার উন্নি ও রঞ্জিত নামে এক যাত্রী। তাঁরা টিকিট চেকারের খোঁজ করতে শুরু করেন।
ততক্ষণ অভিযুক্তকে একাই ধরে রেখেছিলেন সানুষা। টিকিট চেকার এসে সব শুনে পরের স্টেশনে খবর দেন, খবর যায় রেল পুলিশে। আধঘণ্টা বাদে ত্রিশূরে ট্রেন দাঁড়ালে অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে। সানুষা নিজের বিবৃতি দেন, সেই ট্রেনেই যাত্রা করেন তিরুঅনন্তপুরম।
অভিযুক্তকে ১৪ দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)