ভোটপ্রার্থীদের নগদ প্রত্যাহারের ঊর্ধ্বসীমা বাড়াতে কমিশনের আর্জি খারিজ রিজার্ভ ব্যাঙ্কের
নয়াদিল্লি: ভোটপ্রার্থীদের সুবিধার্থে ব্যাঙ্ক থেকে সাপ্তাহিক নগদ প্রত্যাহার করার ঊর্ধ্বসীমা বাড়াতে নির্বাচন কমিশনের প্রস্তাব খারিজ করল রিজার্ভ ব্যাঙ্ক। এরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া কমিশনের।
পাঁচ রাজ্যের নির্বাচনে ভোটপ্রার্থীদের নগদ প্রত্যাহার করার সাপ্তাহিক ঊর্ধ্বসীমা ২৪ হাজার থেকে বাড়িয়ে ২ লক্ষ করতে গত বুধবার শীর্ষ ব্যাঙ্ককে সুপারিশ করে নির্বাচন কমিশন। ইসি-র দাবি, এর কম সীমা থাকলে ভোটের খরচ বহন করা সম্ভব নয়।
কিন্তু, আরবিআই জানিয়ে দেয়, এই মুহূর্তে ঊর্ধ্বসীমা বাড়ানো সম্ভব নয়। এরপরই, ক্ষুব্ধ কমিশন ফের গভর্নর উর্জিত পটেলকে চিঠি দিয়ে একহাত নিয়েছে। কমিশনের অভিযোগ, যেভাবে এই বিষয়টিকে খারিজ করা হয়েছে, তা অনভিপ্রেত।
কমিশন আরও জানিয়েছে, দেখে মনে হচ্ছে, রিজার্ভ ব্যাঙ্ক এই সমস্যার গুরুত্ব বুঝতে চাইছে না। আরও বলা হয়, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধপরিকর কমিশন। এরজন্য সব প্রার্থীদের সমান জমি দেওয়া কর্তব্য।
চিঠিতে বলা হয়েছে, সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য কমিশনের এই সুপারিশকে মান্যতা দেওয়া উচিত ব্যাঙ্কের। শীর্ষ ব্যাঙ্ককে ফের ওই সুপারিশের পুনর্বিবেচনা করার অনুরোধও করে কমিশন।